Bandra Terminus-Jodhpur Suryanagari Express train derailed between Rajkiawas-Bomadra section of Jodhpur division
সোমবার ভোররাতে রাত সাড়ে তিনটে নাগাদ রাজস্থানের (Rajasthan) পালির (Pali) কাছে সূর্যনগরী এক্সপ্রেসের (Suryanagari Express) আটটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাটি ঘটেছে যোধপুর ডিভিশনের রাজকিয়াওয়াস-বোমাদ্রা সেকশনে (Rajkiawas-Bomadra Section Of Jodhpur Division)। বান্দ্রা টার্মিনাস থেকে ছেড়ে ট্রেনটি যোধপুর যাচ্ছিল। এখনও পর্যন্ত ১০ জন যাত্রীর আহত হওয়ার খবর মিলেছে।রেলের তরফে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Pali, Rajasthan | Bandra Terminus-Jodhpur Suryanagari Express train derailed between Rajkiawas-Bomadra section of Jodhpur division. No causalities have been reported so far. pic.twitter.com/rdKlHY4fKx
— DD News (@DDNewslive) January 2, 2023
উত্তর পশ্চিম রেলওয়ের (North Western Railway) তরফে জানানো হয়েছে, যোধপুর থেকে উদ্ধারকারী একটি ট্রেন পাঠানো হয়েছে। ।উত্তর পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা জয়পুরের সদর দফতরের কন্ট্রোল রুমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক।
Pali, Rajasthan | 8 coaches of Bandra Terminus-Jodhpur Suryanagari Express train derailed between Rajkiawas-Bomadra section of Jodhpur division at 3.27am today. No casualty reported. An accident relief train has been dispatched from Jodhpur by Railways:CPRO, North Western Railway
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) January 1, 2023
Higher officials are expected to reach the spot soon. General Manager-North Western Railway and other high officials are monitoring the situation in the control room at the headquarters in Jaipur: CPRO, North Western Railway
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) January 1, 2023
এদিকে সূর্যনগরী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে ওই লাইনে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। এখনও পর্যন্ত বারোটি ট্রেন ডাইভার্ট করা হয়েছে এবং দুটি ট্রেন বাতিল ও করা হয়েছে। জানা গেছে উদ্ধারকাজ শেষ হওয়ার পর এই রুটে ফের ট্রেন চলাচল শুরু করা হবে। আটকে পড়া যাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে যাতে তাঁরা গন্তব্যে পৌঁছতে পারেন।
Update | Routes of 12 trains have been changed, 2 trains canceled
— DD News (@DDNewslive) January 2, 2023
যাত্রী এবং সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জন্য হেল্পলাইন নম্বর:
যোধপুরের জন্য: 02912654979, 02912654993, 02912624125, 02912431646
পালি মারওয়ারের জন্য: 02932250324
যে কোনও তথ্যের জন্য যাত্রীরা এবং তাঁদের পরিবারও যোগাযোগ করতে পারেন 138 এবং 1072 নম্বরে
Railway has released helpline numbers for passengers and their relatives
For Jodhpur: 02912654979, 02912654993, 02912624125, 02912431646
For Pali Marwar: 02932250324
Passengers and their families can also contact- 138 and 1072- for any information: CPRO, North Western Railway
— DD News (@DDNewslive) January 2, 2023