শুক্রবার নিট পিজি (NEET PG 2024) পরীক্ষা স্থগিতের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আদালতের তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষা পিছিয়ে ২ লক্ষ পরীক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট করা যাবে না। এমনিতেই নিট ইউজি বিতর্কের কারণে প্রবেশিকা পরীক্ষাটি একবার পিছিয়েছে। প্রাথমিকভাবে এই পরীক্ষা হওয়ার কথা ছিল ২৩ জুন। কিন্তু সেটি পিছিয়ে ১১ অগাস্ট করা হচ্ছে। তবে পরীক্ষার সপ্তাহখানেকই আগেই কয়েকজন পড়ুয়া মামলা দায়ের করেছিল। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। তবে এদিন মামলাকারীদের আবেদন আগেই খারিজ করে দেয় শীর্ষ আদালত।
মামলাকারীদের দাবি ছিল, অধিকাংশ পড়ুয়াদের পরীক্ষা সেন্টার নিজেদের এলাকা থেকে অনেক দূরে ফেলা হয়েছে। কিছু ক্ষেত্রে অন্য শহরে পড়েছে বলেও দাবি করা হয়। আর ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্স (National Board of Examinations in Medical Sciences), যাঁরা এই পরীক্ষাটি পরিচালিত করছে তাঁরা পরীক্ষা দিনকয়েক আগে অর্থাৎ ৩১ জুলাই সেন্টারের তালিকা ঘোষণা করেছে। যার ফলে সমস্যায় পড়েছে অধিকাংশ পড়ুয়া। সেই কারণে পরীক্ষা পিছোনোর দাবি জানিয়ে তাঁরা মামলা করেছিল।
প্রসঙ্গত, নিট পরীক্ষা নিয়ে বিগত কয়েকমাস ধরে দেশজুড়ে বিতর্ক চলছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। চলছে মামলাও। এই অবস্থায় নিট পিজি পরীক্ষা নিয়ে যাতে ফের কোনও বিতর্ক না হয় সেই বিষয়ে নজর রাখছে কেন্দ্র।