Delhi Excise Policy Case Live Updates: মদের দোকানে অর্থের বিনিময়ে অবৈধভাবে লাইসেন্স দেওয়া কাণ্ডে রবিবার সন্ধ্যায় গ্রেফতার হওয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রিসভার নম্বর টু সদস্য মণীশ দেশের শীর্ষ আদালতে কাছে দাবি জানিয়েছিলেন, সিবিআই তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। কোনওরকম আই না মেনে, ভিত্তিহীন অভিযোগের ওপর ভিত্তি করেই তাঁকে আটকে রেখেছে সিবিআই। তাঁকে অবিলম্বে মুক্তি করা হোক। এমন দাবিই করেন কেজরির ডেপুটি মণীশ। কিন্তু সুপ্রিম কোর্ট মন্ত্রী মণীশের সেই আবেদন সরাসরি খারিজ করে তাঁকে হাইকোর্টে আবেদন জানাতে বলল।
গতকাল, সোমবার মণীশ সিসোদিয়াকে পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় দিল্লির সিবিআইয়ের রোজ অ্যাভিনিউ আদালত। সিবিআইয়ের আইনজীবীর আবেদন মেনে মণীশ সিসোদিয়াকে আগামী ৪ মার্চ পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। আরও পড়ুন-মায়ের পাশ থেকে ঘুমন্ত শিশুকে মুখে করে নিলে গেল পথ কুকুর, ১ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
দেখুন টুইট
SC refuses to entertain Delhi Dy CM Manish Sisodia's plea against his arrest by CBI, suggests him to move High Court. pic.twitter.com/P5jh8UmsNJ
— ANI (@ANI) February 28, 2023
মদের দোকানের লাইসেন্সে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগ ওঠা মণীশ সিসোদিয়াকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলেই তাঁকে হেফাজতে রাখতে চেয়েছিল সিবিআই। প্রসঙ্গত, গত বছর মে মাসে অর্থ পাচার মামলায় অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল ইডি। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতৈন্দ্র জৈন ৯ মাস হয়ে গেল এখনও জেলেই আছেন।