Sunita Williams' Return To Earth: মহাকাশ থেকে কবে পৃথিবীর বুকে ফিরছেন সুনীতারা? জানাল নাসা
ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এবং নাসার যৌথভাবে তৈরি মহাকাশযানে চেপে পৃথিবীর মাটিতে পা দেবেন সুনীতারা।
নয়াদিল্লিঃ মাত্র ৮ দিনের জন্য মহাকাশে(Space)পাড়ি দিয়েছিলেন সুনীরা উইলিয়ামস(Sunita Williams) এবং তাঁর সঙ্গী ব্যারি বুচ উইলমোর(Barry Butch Wilmore)। কিন্তু ৮০ দিন অতিক্রান্ত। কবে পৃথিবীতে(Earth) ফিরবেন তাঁরা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এরই মাঝে তাঁদের ফেরার খবর শোনাল নাসা(NASA)। শনিবার নাসার তরফে জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরবেন সুনীতা এবং উইলমোর। এদিন মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রশাসক বিল নেলসন বলেছেন, "নাসা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে ক্রিউ ৯-তে চেপে সুনীতা এবং ব্যারি পৃথিবীতে ফিরবেন। মহাকাশযানটি কোনও সদস্য ছাড়াই ফিরে আসবে।"ক্রিউ ৯ হ নাসা এবং ইলন মাস্কের সংস্থা 'স্পেস এক্স'-এর যৌথভাবে বানানো একটি মহাকাশযান। প্রসঙ্গত, চলতি বছরের ৫ জুন আমেরিকার ফ্লোরিডার 'কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন' থেকে মহাকাশযান 'বোয়িং সিএসটি-১০০' স্টারলাইনার ক্যাপস্যুলে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন ভারতীয় বংশোদ্ভুত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর। কিন্তু জানা যায়, পৃথিবী ছাড়ার পরই ফুটো হয়ে যায় বোয়িংয়ের পাঁচটি হিলিয়াম। যার ফলে নষ্ট হয়ে যায় পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার। এই যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশে আটকে পড়েন তাঁরা। অবশেষে, ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এবং নাসার যৌথভাবে তৈরি মহাকাশযানে চেপে পৃথিবীর মাটিতে পা দেবেন সুনীতারা।
কী বলছে মার্কিন মহাকাশ সংস্থা?