
গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। মহাকাশেই তাঁরা আটকে পড়েন। আট দিনের মহাকাশ সফর ন’মাসে দীর্ঘায়িত হয়। দীর্ঘ ন’মাস পরে আজ ভোরে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। বুধবার ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ তাঁদের নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ফ্লরিডার সমুদ্রে অবতরণ করে। তাঁদের স্থলভাগে আনার জন্য আগেই সেখানে পৌঁছে গিয়েছিল মার্কিন নৌ সেনা বাহিনীর জাহাজ। ক্যাপসুল থেকে একে একে বেরিয়ে আসেন সুনীতা এবং বুচ। তার পর তাঁদের নিয়ে সোজা চলে যাওয়া হয় হিউস্টন জনসন স্পেস সেন্টারে। সেখানকার ক্রু-কোয়ার্টারই সুনীতাদের বর্তমান ঠিকানা।
সুনীতাদের ঘরে ফেরার অপেক্ষায় গোটা পৃথিবীর পাশাপাশি রাত জেগেছিল ভারতও। নিজের ঘরের মেয়ে পৃথিবীতে পা দিতেই তাঁকে শুভেচ্ছা বার্তা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নাসার ক্রু-৯-কে, যার মধ্যে ভারতের সুনীতা উইলিয়ামসও রয়েছেন, পৃথিবীতে নিরাপদে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ভারতের কন্যা সুনীতা উইলিয়ামস এবং অন্যান্য মহাকাশচারীদের সমন্বয়ে গঠিত ক্রু মহাকাশে মানুষের ধৈর্য এবং অধ্যবসায়ের ইতিহাস পুনর্লিখন করেছেন। তিনি তাদের নিষ্ঠার প্রশংসা করেন এবং এটিকে মহাকাশ অনুসন্ধানের জন্য একটি গর্বের মুহূর্ত বলে অভিহিত করেন।
Delighted at the safe return of NASA’s #Crew9 on earth! The crew comprising of India’s daughter Sunita Williams and other astronauts have rewritten the history of human endurance and perseverance in Space.
Sunita Williams’ incredible journey, unwavering dedication, fortitude…
— Rajnath Singh (@rajnathsingh) March 19, 2025