দিল্লি, ২৬ অগাস্ট: রাস্তার কুকুরের (Stray Dog) অত্যাচার যেন থামছে না। এবার রাস্তার কুকুর কামড় বসাল ৫ বছরের এক শিশুকে (Child)। দিল্লির (Delhi) শকরপুরে পুলিশ কলোনীর পাশেই ভয়াবহ ঘটনা ঘটে। রিপোর্টে প্রকাশ, দিল্লির শকরপুরে পুলিশ কলোনীর পাশে বছর পাঁচের এক শিশুকে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় রাস্তার কুকুর।
রবিবার ছেলেকে নিয়ে শকরপুরে পুলিশ কলোনীতে এক আত্মীয়ের বাড়িতে যান এক ব্যক্তি। আর সেখানে হঠাৎ করেই রাস্তার কুকুর এসে ঝাঁপিয়ে পড়ে ছোট্ট শিশুটির উপর। একের পর এক কামড় বসিয়ে ছোট্ট ছেলের শরীর থেকে রক্ত বের করে দিতে শুরু করে কুকুরটি।
কুকুরের কামড়ে ওই শিশুটি চিৎকার শুরু করলে, পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কুকুরের কামড় থেকে ওই শিশুটিকে উদ্ধার করে, তাঁরা কোনওক্রমে হাসপাতালে নিয়ে যান। আপাতত হাসপাতালেই ওই শিশুর চিকিৎসা চলছে বলে খবর।
পুলিশের কথায়, বছর পাঁচের শিশুটির উপর আচমকাই একটি কুকুর ঝাঁপিয়ে পড়ে কামড়াতে শুরু করে। ওই শিশুর শরীরে একাধিক ক্ষত রয়েছে। আপাতত হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভাল বলে জানানো হয় পুলিশের তরফে।
সুপ্রিম কোর্টের নির্দেশ
সম্প্রতি দেশের শীর্ষ আদালতের তরফে পথ কুকুরদের নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়। পথ কুকুরদের সরিয়ে ডগ শেল্টারে নিয়ে যেতে হবে বলে শীর্ষ আদালতের তরফে নির্দেশ জারি করা হয়। যা নিয়ে বিভিন্ন মত প্রকাশ পায়। কেন অবলা জীবদের সঙ্গে এই ধরনের ব্য়বহার করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
অবশেষে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, রাস্তার কুকুরদের যেখানে সেখানে খেতে দেওয়া যাবে না। কুকুরদের যত্রতত্র খেতে দেওয়া হলে, জরিমানা করা হবে বলেও জানানো হয় শীর্ষ আদালতের নির্দেশে।