দিল্লি, ১০ জুলাই: এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। কুলু, মান্ডি-সহ হিমাচল প্রদেশের একাধিক জায়গায় যখন এক নাগাড়ে বৃষ্টি এবং ভূমিধস শুরু হয়েছে, সেই সময় সাধারণ মানুষকে ঘরে থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২৪ ঘণ্টা প্রত্যেক ঘরের ভিতর থাকুন। স্থানীয় মানুষ যাতে প্রশাসনের সঙ্গে সমস্ত ধরনের সহযোগিতা করেন, সেই আবেদনও জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত রবিবার এক নাগাড়ে বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে হিমাচল প্রদেশ।
আরও পড়ুন: Himachal Pradesh: হিমাচলে এক নাগাড়ে বৃষ্টি, বিপদসীমার উপর দিয়ে বইছে নদী, জারি লাল সতর্কতা
এক নাগাড়ে বৃষ্টির জেরে গত ২৪ ঘণ্টায় হিমাচলে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মানুষকে সতর্ক করেন সুখবিন্দর সিং সুকু। কোনও ধরনের অসুবিধার মুখে পড়লে, যাতে প্রত্যেকে হেল্পলাইন নম্বরে ফোন করে ন, সে বিষয়েও জানান হিমাচলের মুখ্যমন্ত্রী।