Stampede in Haridwar Temple (Photo Credits: X)

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে উত্তরাখণ্ডের হরিদ্বারে (Haridwar Stampede Case)। মনসা দেবীর মন্দির দর্শনের লাইনে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যার জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। আর সেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। আহত কমপক্ষে ৩৪ জন। এই দুর্ঘটনার পরেই হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের এখনও চিকিৎসা চলছে। যাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এদিন ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হলেও পড়ে চিকিৎসা চলাকালীন আরও ২ জনের মৃত্যু হয়। ঘটনার পর আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

ক্ষতিপূরণেরস ঘোষণা মন্দির কর্তৃপক্ষের

এদিকে দুর্ঘটনার পর হতাহতদের উদ্দেশ্যে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মনসা মন্দির ট্রাস্টের কর্মকর্তারা। জানা যাচ্ছে, মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও আহতদের জন্য ৫০ হাজার টাকা করে দেবে মন্দির কর্তৃপক্ষ। এই ধটনাটি নিয়ে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর মন্দিরের প্রবেশদ্বার আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধ রেখেছে মন্দির কর্তৃপক্ষ।

গুজব রটে যাওয়ায় ঘটে দুর্ঘটনা

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় মন্দিরের বাইরে বিশাল লাইন ছিল। আসলে সেই সময় ভীড়ের মধ্যে রটে গিয়েছিল যে লাইনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। আর তারপরেই শুরু হয় হুড়োহুড়ি। যদিও ঘটনার পর মন্দির কর্তৃপক্ষের দাবি এলাকায় কোনও তার ছেঁড়েনি।