Delhi Road Accident (Photo: ANI)

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর: দিল্লিতে (Delhi) হিট অ্যান্ড রান। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে (Divider) উঠে পড়ল দ্রুত গতিতে আসা ট্রাক (Truck)। সেই সময় সেখানে শুয়েছিলেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের শরীরের উপর দিয়ে চলে যায় ট্রাকটি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন ২ জন। গতকাল গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির সীমাপুরীতে ( Seemapuri)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকের খোঁজ চালানো হচ্ছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, রাত ১টা ৫১ মিনিট নাগাদ ডিটিসি ডিপো রেডলাইট পার হওয়ার সময় ট্রাকটি ডিভাইডারে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে চাপা দেয়। ঘটনাস্থলেই ২ জন মারা যায়, ১ জনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। আরেকজন প্রাথমিক চিকিৎসার সময় মারা যান। নিহতরা হলেন করিম (৫২), ছোটে খান (২৫), শাহ আলম (৩৮) ও রাহুল (৪৫)। আহতরা হলেন মনীশ (১৬) ও প্রদীপ (৩০)। আরও পড়ুন: Video: পুলিশের উপর রাগ করে রাস্তায় নিজের বাইক জ্বালিয়ে দিলেন ব্যক্তি, দেখুন

ঘাতক ট্রাকটিকে খুঁজে বের করতে একাধিক দল গঠন করা হয়েছে। উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।