সিরসা: সজোরে গাছে (tree) ধাক্কা মারল একটি চলন্ত গাড়ি (Running car)। এর ফলে ঘটনাস্থলেই ওই গাড়িতে থাকা সাতজনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে গাড়ির চালক ও তিন মহিলা-সহ দুমাস বয়সী একটি বাচ্ছা মেয়েও আছে। আর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে গাড়িতে থাকা বাকি দুজন। সোমবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি (accident) ঘটেছে হরিয়ানার (Haryana) সিরসা (Sirsa) জেলায়।
এপ্রসঙ্গে স্থানীয় থানার সাব ইন্সপেক্টর কিশোরী লাল বলেন, মৃত ও জখমরা সিরসা জেলার খারিয়ান গ্রামে (Kharian village) অবস্থিত ডেরা বাবা মুনগানাথ (Dera Baba Munganath) দর্শন করে মেহনা খেরা (Mehna Khera) এলাকায় থাকা নিজেদের বাড়িতে ফিরছিলেন। আচমকা জোরে যাওয়া ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে। ফলে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মৃতদেহগুলি সিরসা সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জখমদেরও চিকিৎসা চলছে ওই হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এপ্রসঙ্গে মেহনা খেরা গ্রামের প্রাক্তন সরপঞ্চ সুভাষ মেহতা বলেন, গ্রামের কিছু মানুষ একটি ধর্মীয় অনুষ্ঠানে (religious program) অংশ নেওয়ার পর নিজেদের বাড়িতে ফিরছিলেন। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে। এই ঘটনার ফলে গ্রামে শোকের পরিবেশ তৈরি হয়েছে।
Haryana | Five died and two were injured after a car carrying seven collided with a tree in the Sirsa district. Injured persons were rushed to a hospital for treatment: Sub-Inspector Kishori Lal pic.twitter.com/pQl7CpoMkG
— ANI (@ANI) January 2, 2023