ভরসন্ধ্যে বেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের হাথরসে (Hathras Road Accident)। বেপড়োয়া গতির একটি বাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে লাগল আগুন। পুড়ে ছাঁই যাত্রীভর্তি বাস। বুধবার সাড়ে ৮টা নাগাদ ৯৩ নম্বর জাতীয় সড়কে হনুমান চৌকির কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত সেভাবে কেউ হননি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। দমকলের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে। তবে অগ্নিকাণ্ডের জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর একজনের অগ্নিদ্বগ্ধ দেহ উদ্ধার হয়েছে।

জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা

জানা যাচ্ছে বুধবার হনুমান চৌকির কাছে যাত্রী নিয়ে বাসটি নিয়ন্ত্রণের মধ্যেই যাচ্ছিল। আচমকা সামনে দ্রুতগতিতে একটি বাইক ছুটে আসে। আর সেই বাইকের ধাক্কায় আগুন লাগে বাসে। তবে যাত্রী ও চালকরা পরিস্থিতি বেগতিক দেথে তড়িঘড়ি বাস থেকে নেমে পড়ে। তার কিছুক্ষণের মধ্যে বাসে আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি খবর দেয় দমকলে।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

দমকলের চেষ্টায় ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ততক্ষণে পুড়ে খাক হয়ে যায় বাসটি। আগুন নিভে গেলে বাসের সামনে থেকে উদ্ধার করা হয়  বাইক আরোহীর জলন্ত দেহ। যদিও তাঁর নাম পরিচয় কিছুই জানা যায়নি। দেহটি উদ্ধার করকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।