Photo Credits: FB

লখনউ: বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়ে আতিক আহমেদের ছেলে আসাদ ও তার সঙ্গী গুলামের। পুলিশের অভিযোগ, আসাদ ও তার সঙ্গী পুলিশের উপর গুলি চালানোর পরেই পাল্টা প্রত্যাঘাত করে পুলিশ। তার ফলেই মৃত্যু হয় আসাদ ও তার সঙ্গীর। যদিও এই ঘটনাকে ভুয়ো এনকাউন্টার (false encounter) বলে অভিযোগ করছেন সমাজবাদী পার্টির প্রধান ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (SP Chief Akhilesh Yadav)।

এপ্রসঙ্গে একটি টুইটে তিনি উল্লেখ করেছেন, "ভুয়ো এনকাউন্টার করে আসল বিষয়গুলি (real issues) থেকে মানুষের মন ঘুরিয়ে (divert attention) দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার (BJP government)। এই ধরনের ঘটনা প্রমাণ করে আদালতের (court) উপর কোনওভাবেই বিশ্বাস (believe) করে না বিজেপি। আজকের ও সম্প্রতি হয়ে যাওয়া এনকাউন্টারগুলির ভালোভাবে তদন্ত করে দেখা উচিত। আর দোষীদের কড়া শাস্তি দেওয়া উচিত। ক্ষমতা (Power) কখনই কোনটা ভুল আর কোনটা ঠিক তা ঠিক করার অধিকার দেয় না। আসলে বিজেপি সৌভ্রাতৃত্বের (brotherhood) বিরোধী।"