পাটনা, ৯ অক্টোবর : জনপ্রিয় গায়ক, অভিনেতা তথা বিজেপি নেতা পবন সিংকে নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। পবন সিংয়ের স্ত্রী জ্যোতি সিং সম্প্রতি মুম্বইতে একটি সাংবাদিক সম্মেলনে হাজির হন। ওই সাংবাদিক সম্মেলনে জ্যোতি সিং একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন পবনকে (Pawan Singh) নিয়ে।
জ্যোতি সিংয়ের দাবি
বেশ কয়েক মাস ধরে পবন সিং এবং জ্যোতি সিংয়ের (Jyoti Singh) সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতি সিং দাবি করেন, পবন সিং তাঁকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছেন।
বিয়ের পর থেকেই পবন সিং তাঁর আবেগ নিয়ে মজা, মশকরা করেছেন বলে অভিযোগ করেন জ্যোতি।
বিজেপি নেতার স্ত্রীর আরও দাবি, পবন সিং সব সময় তাঁকে গর্ভ নিরোধক ওষুধ (Abortion Pill) খেতে বলতেন।
জ্যোতি গর্ভ নিরোধক ওষুধ খেতে না চাইলে তাঁকে জোর করা হত বলেও দাবি করেন তিনি।
জ্যোতি সিং আরও বলেন, পবনজি সব সময় মুখে মুখে বলতে শুরু করেন, তিনি সন্তান চান। তবে যে ব্যক্তি সন্তানের জন্য আকুল, তিনি তাঁর স্ত্রীকে কেন গর্ভ নিরোধক ওষুধ দেবেন বলে প্রশ্ন তোলেন জ্যোতি।
পবন সিং সব সময় তাঁকে গর্ভ নিরোধক ওষুধ খাওয়ার জন্য চাপ দিতেন। এমন অভিযোগ করেন জ্যোতি সিং।
পবন সিংয়ের অত্যাচারের জেরে তিনি রাত ২টোর সময় গর্ভ নিরোধক ওষুধ খেয়েছেন। পরপর ২৫টি ট্যাবলেট খেয়ে ফেলেন। আর এরপরই পবন সিংয়ের ব্যান্ডের রানু ভাইয়া, দীপক ভাইয়া এবং ভিকিজি মিলে তাঁকে অন্ধেরির হাসপাতালে নিয়ে যান বলে দাবি করেন জ্যোতি সিং।
জ্যোতি সিংয়ের একের পর এক অভিযোগ যখন প্রকাশ্যে আসতে শুরু করে, সেই সময় পালটা মুখ খোলেন পবন সিং।
পবন সিংয়ের পালটা দাবি
পবন সিং বলেন, জ্যোতি তাঁর সম্পর্কে যা বলছেন, সব মিথ্যে। তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে জ্যোতি যা বলছেন, সবকিছু বাড়িয়ে, ফুলিয়ে বলছেন বলে দাবি করেন বিজেপি নেতা।
জ্যোতির মিথ্যে অভিযোগের পাশাপাশি তিনি পবন সিংয়ের বাড়ি ছাড়তে চাইছেন না বলেও পালটা অভিযোগ করেন পবন সিং।
বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত জ্যোতি কোনওভাবে পবন সিংয়ের বাড়ি ছাড়বেন না বলে জানিয়েছেন। অভিযোগ ভোজপুরী গায়কের।
এত অভিযোগ সত্ত্বেও মানুষ যেভাবে তাঁর পাশে থাকছেন, তাঁকে সমর্থন করছেন, তাতে তিনি কৃতজ্ঞ বলে জানান পবন সিং।
তিনি বলেন, মানুষই তাঁর কাছে সব। তাই কঠিন সময়ে মানুষকে পাশে পাওয়ার মত অন্য কোনও কিছু নেই বলে মন্তব্য করেন পবন সিং।
বিহারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগেই বিহারের এই জনপ্রিয় গায়ক, অভিনেতা বিজেপিতে যোগ দেন দ্বিতীয়বার। বিজেপিতে যোগ দিতেই পবন সিংয়ের নিরাপত্তা বাড়ানো হয়। তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে খবর। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।