গ্যাংটক, ৬ অক্টোবর: সিকিমে ভয়াবহ বিপর্যয় নেমে আসতেই ২৩ জন সেনা কর্মীর কোনও মিলছে না। সিকিমে নিখোঁজ সেনা কর্মীদের খোঁজে যে তল্লাশি শুরু হয়েছে, তা এখনও অব্যাহত। সিকিমে ২৩ জন সেনা কর্মীর পাশাপাশি আর কতজন নিখোঁজ,সে বিষয়ে এখনও কোনও সঠিক সংখ্যা মেলেনি। নিখোঁজ সেনা কর্মীদের খোঁজে যেমন তল্লাশি শুরু হয়েছে, তেমনি দুর্গতদের সাহায্যের জন্য ক্রমাগত কাজ করছেন আইটিবিপির জওয়ানরা। প্রশাসনের তরফে সমস্ত ধরনের উদ্যোগ শুরু হয়েছে নিখোঁজের খুঁজে বরে করতে। জানা যাচ্ছে, লাচেনে ১৪৭১ জন পর্যয়টক আটকে রয়েছেন। ভারতীয় সেনার তরফে জোর কদমে তল্লাশি চালিয়ে তাঁদের খুঁজে বের করা হয়েছে।
SIKKIM FLASH FLOOD STATUS : SEARCH FOR THE MISSING INDIAN ARMY PERSONNEL CONTINUES, ASSISTANCE PROVIDED TO STRANDED TOURISTS AND CIVILIANS
The search for the missing Indian Army persons continues. Meanwhile Indian Army is providing assistance in terms of food, medical aid and… pic.twitter.com/0NrGj0aPFQ
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) October 6, 2023
৬ অক্টোবর অর্থাৎ শুক্রবার আবহাওয়া ভাল থাকলে, লাচেন থেকে হেলিকপ্টারে করে পর্যটকদের উদ্ধার করা হবে বলে খবর। রাজ্য প্রশাসনের সঙ্গে ভারতীয় সেনা এবং বায়ুসেনা একযোগে কাজ শুরু করেছে বলে খবর।