দার্জিলিং, ৫ অক্টোবর: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। বুধবার মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে যে বিপর্যয় নামে, তার জেরে ১৪ জনের মৃত্যুর খবর মিলছে। পাশাপাশি সিকিম থেকে নিখোঁজ ১০২ জন। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে রাজ্য জুড়ে। মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে যে ভয়াবহ বিপর্যয় নামে, তার জেরে ওই রাজ্যে প্রায় ৩ হাজার পর্যটক আটকে। রাজ্যের একাধিক জায়গায় আটকে রয়েছেন পর্যটকরা। উত্তর সিকিমের লোনাক হ্রদ ফুলে উঠতে শুরু করে মেঘভাঙা বৃষ্টিতে। তাতেই নেমে আসে ঘোরতর বিপর্যয়। বুধবার যে ২৩ জন সেনা কর্মীর খোঁজ মিলছিল না সিকিমে, তাঁদের বিষয়ে জানা যায়নি এখনও কিছু। জানা যাচ্ছে, ২৩ সেনা কর্মী নিখোঁজের পাশাপাশি আহত ২২ জন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। পাশাপাশি খুব প্রয়োজন না হলে, কেউ যাতে বাড়ির বাইরে না বের হন, সেই আবেদনও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি সিকিম সরকারের তরফে চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর। যে কোনও প্রয়োজনে মানুষ ওই হেল্প লাইন নম্বর ব্যবহার করে প্রশাসনের সাহায়্য চাইতে পারেন বলে জানানো হয়।