Aftab Poonawala (Photo Credit: Facebook)

দিল্লি, ২৩ নভেম্বর: শ্রদ্ধা ওয়ালকর খুনে এবার আফতাব পুনাওয়ালার পরিবারের সদস্যদের  বয়ান রেকর্ড করল দিল্লি পুলিশ। আফতাবের (Aftab Amin Poonawala) পরিবার বর্তমানে দিল্লিতে রয়েছে। দিল্লিতে থাকাকালীন সময়েই আফতাবের পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হয়। তবে এই শেষ নয়, প্রয়োজনে আবার পরে আফতাব পুনাওয়ালার বাড়ির সদস্যদের ডেকে বয়ান রেকর্ড করা হবে বলে জানা যায় দিল্লি পুলিশ সূত্রে। আফতাবের পরিবারের সদস্যদের বয়ান যখন রেকর্ড করা হয়, সেই সময় উঠে আসে আরও এক ভয়ঙ্কর তথ্য।

 

সূত্রের খবর, ২০২০ সালে শ্রদ্ধা ওয়ালকর মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। যেখানে শ্রদ্ধা তাঁর অভিযোগে জানান, আফতাব তাঁকে খুন করতে চায় এবং সেই খবর তার বাড়ির লোক জানে। অর্থাৎ আফতাব যে কোনও মুহূর্তে শ্রদ্ধাকে (Shraddha Walker) খুন করতে পারে, এমন তথ্য পুনাওয়ালার বাড়ির লোকের কাছে আগে থেকেই ছিল। তা সত্ত্বেও আফতাবের পরিবার ছেলেকে নিরস্ত করেনি বলে মন করছে বিভিন্ন মহল।