Aftab Amin Poonawala (Photo Credit: PTI)

দিল্লি, ২৯ নভেম্বর:  শ্রদ্ধা ওয়ালকর (Shraddha Walker) খুনে মূল অভিযুক্ত আফতাব পুনাওয়ালাকে ফের নিয়ে আসা হল পলিগ্রাফ পরীক্ষার জন্য।  মঙ্গলবার এই নিয়ে পঞ্চমবার আফতাবকে নিয়ে আসা হল পলিগ্রাফ পরীক্ষার জন্য। কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে আফতাব পুনাওয়ালাকে (Aftab Amin Poonawala) নিয়ে আসা হয় দিল্লির (Delhi) ফরেন্সিক ল্যাবে। মঙ্গলবার দিল্লির ফরেন্সিক ল্যাবে আফতাব পুনাওয়ালাকে নিয়ে আসা হবে, তার জন্য আগে থেকেই ওই এলাকা কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়। দিল্লির ফরেন্সিক ল্যাব ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানরা।  কড়া নিরাপত্তার মোড়কে ফরেন্সিক ল্যাব ঘিরে ফেলার পরই সেখানে আফতাবকে নিয়ে আসা হয় সেখানে।

সোমবার দিল্লির ফরেন্সিক ল্যাবে আফতাব পুনাওয়ালাকে নিয়ে আসা হলে, সেখানে পুলিশ ভ্যানের উপর তলোয়ার নিয়ে হামলা চালায় ২ জন।  তলোয়ার নিয়ে আফতাবের উপর হামলা যারা চালায়, তারা হিন্দু সেনার (Hindu Sena)  সদস্য বলে করা হয় দাবি। যা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়।  পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে আফতাবের উপর তলোয়ার নিয়ে ২ জন জাঁপিয়ে পড়ে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

আরও পড়ুন: Aftab Poonawala Attacked Video: পুলিশের সামনেই আফতাবের উপর তলোয়ার নিয়ে হামলা 'হিন্দু সেনার', দেখুন ভিডিয়ো

গত ১৮ নভেম্বর প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকরকে হত্যা করে আফতাব পুনাওয়ালা।  শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহাংশ ৩৫ টুকরো করে আফতাব।  শ্রদ্ধার দেহাংশ ৩৫ টুকরো করে তা প্রথমে ফ্রিজে ঢুকিয়ে দেয় আফতাব পুনাওয়ালা।  এরপর প্রতি রাতে আফতাব শ্রদ্ধার দেহের এক একটি অংশ নিয়ে ফ্ল্যাটের পাশের মেহেরৌলি জঙ্গলে ফেলে আসত বলে পুলিশি জেরায় স্লীকার করে। যে সত্যি প্রকাশ্যে আসার পর থেকে তা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়ে যায়।