Dead Body Representative photo (Photo Credits: Pixabay)

দিল্লি, ২৫ অগাস্ট: গুটখা (Gutkha) খাওয়ার জন্য পয়সা দেননি স্বামী। রাগের চোটে বিষ খেলেন স্ত্রী (Wife)। শুধু নিজেই যে বিষ খান তা নয়, পরপর ২ সন্তানকেও মেরে ফেলার চেষ্টা করেন ওই মহিলা। মায়ের দেওয়া বিষ খেয়ে পরপর এক সন্তানের মৃত্যু হয় ঠিকই কিন্তু দ্বিতীয় জন বেঁচে যায়।  ফলে ওই মহিলার দ্বিতীয় সন্তানকে হাসপাতালে রেখে চিকিৎসা চলছে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) চিত্রকূটে এমনই একটি ঘটনার জেরে ছড়ায় চাঞ্চল্য।

রিপোর্টে প্রকাশ, গত শনিবার জ্যোতি যাদব (২৬) গুটখা কেনার জন্য স্বামীর (Husband) কাছে টাকা চান। কিন্তু স্বামী বাবু যাদব গুটখা কিনতে পয়সা দেবেন না বলে স্পষ্ট জানান। যা নিয়ে স্বামী, স্ত্রীর মধ্যে চূড়ান্ত বিবাদ শুরু হয়।

আরও পড়ুন: Greater Noida Murder Case: নয়ডায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় নতুন মোড়, গ্রেফতার আরও ২

গুটখা নিয়ে জ্যোতি যাদব এবং বাবু যাদবের মধ্যে চূড়ান্ত ঝগড়া শুরু হলে, শনিবার বিকেলেই বিষ খান ওই তরুণী গৃবধূ। নিজের সঙ্গে ৩ সন্তানকেও তিনি বিষ দেন বলে জানা যায়।

শনিবার বাবু যাদব কাজ থেকে ফিরলে দেখতে পান, তাঁর এক ছেলের মুখ থেকে ফেনা বেরোচ্ছে। মা তাদের তিতো কিছু খেতে দেন বলে বাবাকে জানায় খুদে। এরপরই বাবু যাদব আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী এবং সন্তানদের নিয়ে হাসপাতালে যান। তবে জ্যোতি এবং তাঁর এক সন্তানকে বাঁচানো যায়নি। অপরজন কোনওক্রমে বেঁচে যায়।

জ্যোতি এবং বাবুর ছেলে দীপচন্দের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া শেষ হয়েছ। তবে তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

প্রতিবেশীরা জানান, জ্যোতির গুটখা-প্রীতি দিন দিন বেড়ে যাচ্ছিল। বার বার নিষেধ করা সত্ত্বেও জ্যোতি কারও কথা শুনতেন না। যা নিয়ে তাঁদের স্বামী, স্ত্রীর মধ্যে লড়াই লেগেই ছিল বলে জানান প্রতিবেশীরা।