উদয়পুর, ২৭ অগাস্ট: পরপর ১৬ সন্তানের জন্ম দিয়েছেন। তাও বন্ধ হয়নি তাঁর মা হওয়ার পালা। তাইতো এবার ৫৫ বছর বয়সে ১৭তম সন্তানের মা হলেন এক মহিলা। রাজস্থানের উদয়পুরের এক বাসিন্দা এবার ১৭তম সন্তানের জন্ম দেন তাঁর ৫৫ বছর বয়সে।
রিপোর্টে প্রকাশ, রাজস্থানের (Rajasthan) উদয়পুরের (Udaipur) বাসিন্দা রেখা গালবেলিয়া ১৬বার মা হয়েছেন এর আগে। তবে যে সন্তানদের তিনি জন্ম দিয়েছেন, তাদের মধ্যে এক মেয়ে এবং ৪ ছেলের মৃত্যু হয়। জন্মের পরপরই রেখা গালবেলিয়ার ওই ৫ সন্তানের মৃত্যু হয়। বাদবাকি যারা রয়েছে, তাদের মধ্যে ৫ জনের বিয়ে হয়ে গিয়েছে। ওই ৫ জনও বিয়ের পর সন্তানের বাবা, মা হয়েছেন বলে খবর।
রেখা গালবেলিয়ার মেয়ে শিলা বলেন, তাঁদের পরিবারের অনেক সমস্যা রয়েছে। নানা অসুবিধার মধ্যে দিয়ে তাঁদের চলতে হয়। প্রত্যেকেই শুনে অবাক হয়ে যান যে তাঁদের মা আবারও সন্তানের জন্ম দিতে চলেছেন বলে।
রেখা গালবেলিয়ার স্বামী কর্ভ গালবেলিয়াও বলেন, তাঁদের জীবনে নানা অসুবিধা রয়েছে। এমনকী তাঁদের থাকার থাকার মত বাড়িঘরও নেই বলে জানান কর্ভ গালবেলিয়া। শুধু তাই নয়, কর্ভ গালবেলিয়া আরও জানান, সন্তানদের ভরণপোষণের জন্য লোকের কাছ থেকে তাঁদের ধার করে টাকা আনতে হয়। ২০% বেশি সুদে তাঁদের টাকা ধার করে আনতে হয়। সেই টাকা দিয়ে সন্তানদের খাওয়াদাওয়া করাতে হয় বলে জানান কর্ভ গালবেলিয়া।
ইতিমধ্যেই কর্ভ গালবেলিয়া এক লক্ষের বেশি টাকা তিনি পরিশোধ করেছেন। তবে সুদের টাকা তিনি এখনও পর্যন্ত পরিশোধ করতে পারেননি বলে জানান কর্ভ গালবেলিয়া।