নাগপুর, ১১ অগাস্ট: বার বার সাহায্য চেয়েও মেলেনি। তাই শেষ পর্যন্ত মৃত স্ত্রীকে বাইকে শুইয়ে নিয়ে চললেন এক ব্যক্তি। এমনই একটি মর্মান্তিক ভিডিয়ো ভাইরাল (Viral Video) হল মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুর (Nagpur) থেকে। যেখানে এক ব্যক্তিকে দেখা যায়, দুর্ঘটনায় নিহত স্ত্রীকে বাইকের উপর শুইয়ে নিয়ে ছুটে চলেছেন।
জানা যায়, রাস্তায় টহলদারি পুলিশের একটি দল গাড়ি থেকে সেই ভিডিয়ো শ্যুট করে। যা প্রকাশ্যে আসার পর মানুষ শিউরে উঠতে শুরু করেন।
দেখুন সেই মর্মান্তিক ভিডিয়ো...
#Maharashtra #Nagpur में बाइक पर शव ले जाते हुए परेशान करनेवाला वीडियो आया सामने..एक शख्स द्वारा दुर्घटना में मृत पत्नी के शव को बाइक से बाँधकर ले जाते हुए एक वीडियो सामने आया..हाइवे पुलिस ने बनाया वायरल वीडियों@CMOMaharashtra@Dev_Fadnavis@TNNavbharat pic.twitter.com/Cfk5XigVAB
— Atul singh (@atuljmd123) August 11, 2025
জানা যায়, গত ৯ অগাস্ট রাখির দিন মহারাষ্ট্রের নাগপুরে ওই ঘটনা ঘটে। যে ব্যক্তি বাইকের উপর মৃত স্ত্রীকে শুইয়ে নিয়ে যাচ্ছিলেন, তিনি নাগপুর থেকে মধ্যপ্রদেশের করণপুরের দিকে যাচ্ছিলেন। রিপোর্টে প্রকাশ, নাগপুর থেকে করণপুরের দিকে যাওয়ার সময় হঠাৎ করেই ওই মহিলাকে ধাক্কা দেয় একটি ট্রাক। বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় সংশ্লিষ্ট মহিলার। তবে ফাঁকা রাস্তায় ট্রাকটি দাঁড়ায়নি। যার জন্য ওই ব্যক্তি বিপাকে পড়ে যান। অনেকবার আবেদন করেও তিনি কারও সাহায্য পাননি। শেষ পর্যন্ত বাইকের উপর মৃত স্ত্রীকে শুইয়ে নিয়ে তিনি করণপুরের দিকে রওনা দেন।