Boiling Water (Photo Credit: Pixabay)

গ্বালিয়র, ১৭ সেপ্টেম্বর: ঘুম থেকে না ওঠায় স্ত্রী (Wife) যা করলেন, তা ভাবতেও পারবেন না। স্বামীর ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় রাগের চোটে তাঁর গায়ে ফুটন্ত জল ঢেলে দেন এক মহিলা। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গ্বালিয়রে (Gwalior) এমনই একটি ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে।

গ্বালিয়রের দাবরার ভিতরওয়ার গ্রাম থেকে একটি ঘটনা প্রকাশ্যে আসে। যেখানে জানা যায়, ভিতরওয়ারে এক ব্যক্তি ঘুম থেকে না ওঠায়, তাঁকে ডাকাডাকি করেও সাড়া পাননি ওই মহিলা। ফলে রাগের চোটে ওই মহিলা স্বামীরগায়ে ফুটন্ত জল ঢেলে দেন।

ভিতরওয়ারের পূজা মঙ্গলবার সকালে রেগে যান যখন তাঁর স্বামী আকাশ জাতভ বেলা পর্যন্ত ঘুমোতে থাকেন। স্বামী (Husband) ঘুম থেকে না ওঠায়, প্রথমে তাঁর কাধে জোরে জোরে বাড়ি মারতে শুরু করেন পূজা। এরপর আকাশ চোখ না খোলায়, তাঁর কানে গরম জল ঢেলে দেন পূজা। কোনও কিছু বুঝে ওঠার আগেই আকাশের কানে গরম জল ঢালতে শুরু করেন পূজা। এরপর আকাশের পিঠে হাতুড়ি দিয়ে জোরে জোরে বাড়ি মারতে শুরু করেন পূজা।

স্ত্রী গরম জল ঢালায়, চিৎকার করে ওঠেন আকাশ। সঙ্গে সঙ্গে তাঁর বাড়ির লোকজন আকাশকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে গ্বালিয়র হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

আকাশকে প্রায়ই মারধর করেন পূজা 

চিকিৎসার মাঝে হাসপাতালে শুয়েই আকাশ জানান, পূজা তাঁকে মারধর করেন প্রায়ই। তাঁর কথা না শুনলে পূজা লাঠি দিয়ে পেটান তাঁকে। পূজার এই অত্যাচারের কথা আকাশ বেশ কয়েকবার থানায় গিয়ে পুলিশকে জানান। তা সত্ত্বেও পুলিশ উপযুক্ত কোনও পদক্ষেপ করেনি বলে জানানো হয়েছে।

অনেক সময় আকাশ কথা না শুনলে, পূজা ঘরের জিনিসপত্র বাইরে ফেলে দেন বলেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তাও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে আকাশের অভিযোগ।