দিল্লি, ১৮ সেপ্টেম্বর: ভালবাসার জন্য সিয়াটেল থেকে পাঞ্জাবে (Punjab) হাজির হন রুপিন্দ্র কউর পানধের। এনআরআই (NRI) ব্যবসায়ী চরণজিৎ সিং গ্রেওয়ালকে বিয়ে করলে আমেরিকাবাসী (US) রুপিন্দ্র নিজের বয়সের তোয়াক্কা না করে পাঞ্জাবে হাজির হন। তবে যাকে ভালবেসে বিয়ে করতে এসেছিলেন রুপিন্দ্র, তার ভাড়া করা গুন্ডাদের হাতে খুন হতে হবে তাঁকে, তা কল্পনাও করেননি। শুনতে অবাক লাগলেও পাঞ্জাবের এবার এমনই একটি মর্মস্পর্শী ঘটনা ঘটে গেল।
রিপোর্টে প্রকাশ, রুপিন্দ্র পেনধার পাঞ্জাবে আসেন চরণজিৎ সিং গ্রেওয়ালের জন্য। চরণজিৎ সিংকে বিয়ে করবেন বলে তিনি সিয়াটেল থেকে পাঞ্জাবে চলে আসেন।
পাঞ্জাবে আসার পর চরণজিতের সঙ্গে দেখা করেন রুপিন্দ্র। ১৪ দিন ধরে তাঁরা নানা জায়গায় ঘুরে বেড়ান। এরপরই ঘটে যায় চূড়ান্ত অপরাধ।
তবে রুপিন্দ্রকে খুনের পর থেকে চরণজিতের কোনও খোঁজ মিলছে না। ওই ঘটনার পর থেকে এনআরআই ব্যবসায়ী বেপাত্তা। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
আমেরিকা থেকে বিয়ে করতে এসে খুন হতে হল আমেরিকার বাসিন্দা রুপিন্দ্রকে...
71 yr old US citizen Rupinder Kaur Pandher, who came from Seattle to Punjab for sake of love, was brutally murdered in Ludhiana
She had travelled to marry 75yr old UK-based NRI Charanjit Singh Grewal. The two spent weeks touring religious and tourist spots across Punjab… pic.twitter.com/GDqCBqISrd
— Nabila Jamal (@nabilajamal_) September 18, 2025