হায়দরাবাদ, ২১ অগাস্ট: এক নেতা তাঁকে অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন। নানা ধরনের অশ্লীল টেক্সটে ভরে উঠছে তাঁর মোবাইল। এমনই অভিযোগ করলেন কেরলের (Kerala) মালায়লম অভিনেত্রী রিনি অ্যান জর্জ ( Rini Ann George)। প্রাক্তন সাংবাদিক তথা অভিনেত্রী অভিযোগ করেন, এক জনপ্রিয় রাজনৈতিক দলের যুবক নেতা তাঁকে বার বার অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করেছেন।
যদিও নিজের অভিযোগে সংশ্লিষ্ট দলের যুবক নেতার নাম নেননি রিনি (Malayalam Actor Rini Ann George)। তবে ওই নেতা বার বার তাঁকে হোটেলে তাঁর সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দিচ্ছেন বলে অভিনেত্রীর অভিযোগ। এহেন অশ্লীল আচরণ সহ্য করতে না পেরে রিনি ওই নেতার দলকে সবকিছু জানান। তা সত্ত্বেও জ্বালাতন কমেনি। রিনি জর্জকে ওই নেতা বার বার অশ্লীল মেসেজ পাঠিয়েই যাচ্ছেন বলে অভিযোগ। কার্যত ওই নেতার দলের তরফে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ মালায়লম অভিনেত্রীর।
শুনুন কী অভিযোগ করলেন রিনি অ্যান জর্জ...
#Malayalam actor Rini Ann George alleges #harassment by a young political leader. @sakshilitoriya_ #RiniAnnGeorge pic.twitter.com/g0MiSvQGum
— News9 (@News9Tweets) August 21, 2025
রিনি জর্জের অনলাইন একটি সাক্ষাৎকার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আর সেখানেই তিনি ওই নেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন। আর এরপরই অভিনেত্রীর আরও সংযোজন, সংশ্লিষ্ট দলের উচিত ওই যুবক নেতার বিরুদ্ধে পদক্ষেপ করা। এমনকী তাঁদের দলের ভিতর থেকে ওই নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে বলে দাবি করেন রিনি জর্জ।
এমনকী একটি পাঁচতারা হোটেলের ঘর বুক করছেন। আর সেখানেই রিনিকে ওই নেতা আমন্ত্রণ করেন বলে অভিযোগ অভিনেত্রীর।
রিনির আরও দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি ওই নেতার সঙ্গে পরিচিত হন। পরিচয়ের পর থেকেই থেকেই নেতা তাঁকে বিভিন্ন সময়ে নানা ধরনের অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করেন বলে রিনির দাবি।
রিনির কথা প্রকাশ্যে এলে বিজেপি বিরুদ্ধে তোপ দাগা হয়। রিনির ঘটনায় কংগ্রেসের দিকে আঙুল তুলতে শুরু করে বিজেপি। কেরল কংগ্রেসের নেতা রাহুল মানকুট্টিলের বিরুদ্ধে অভিযোগ করা হয় বিজেপির তরফে। পালাক্কাডের কংগ্রেসের নেতা হলেন এই রাহুল মানকুট্টিল।
এমনকী রিনির অভিযোগের পর রাহুল মানকুট্টিল নামে ওই নেতা যাতে নিজের পদ থেকে ইস্তফা দেন, সেই দাবিও বিজেপির তরফে করা হয়।