দিল্লি, ১০ জানুয়ারি: দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে আটক করল দিল্লি পুলিশ (Delhi Police)। গত কয়েকদিন ধরে ইমেল করে দিল্লির একাধিক স্কুলে (School) বোমা রাখার হুমকি দিচ্ছিল এই পড়ুয়া। যার খোঁজ পেয়ে অবশেষে দিল্লি পুলিশের তরফে ওই পড়ুয়াকে আটক করা হয়। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে।
দিল্লির একাধিক স্কুলে ওই পড়ুয়া হুমকি মেল করে। পরপর ২৩টি হুমকি মেল ওই ছাত্র করেছে বলে জানানো হয় দিল্লি পুলিশের তরফে। পুলিশের তরফে জানানো হয়, একাধিক হুমকি মেল করেছে ওই পড়ুয়া। কী করণে দিল্লির ও পড়ুয়া এই ধরনের কাজ করেছে, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে চলছে তল্লাশি। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।