মুম্বই, ২৫ জুন: বিজেপি শাসিত অসমের গুয়াহাটির হোটেলে নিজেদের বন্দি রেখেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা। একনাথ শিন্ডের নেতৃত্বে এখন গুয়াহাটির হোটেলে বসে মহারাষ্ট্রের সরকার গড়ার ছক কষছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা। এদিকে, মহারাষ্ট্রে শিবসেনার কর্মীদের ক্ষোভ বাড়ছে শিন্ডে সহ বিদ্রোহী বিধায়কদের ওপর। সেই ক্ষোভের বহি:প্রকাশ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পুণের বালাজি অঞ্চলের কাটরাজে বিদ্রোহী বিধায়ক তানাজি সাওয়ান্তের কার্যলয় ভাঙচুর করল শিবসেনার কর্মী-সমর্থকরা। শিন্ডের বিশ্বস্ত তানাজি শিবসেনার বিদ্রোহকে এক জায়গায় এনেছেন বলে অভিযোগ।
এদিকে, শিবসেনার বিদ্রোহী ৩৮ বিধায়কদের পরিবারের ওপর থেকে সমস্তরকম নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করেছে উদ্ভব ঠাকরের সরকার। একনাথ শিন্ডে সহ শিবসেনার ৩৮জন বিধায়ক এখন বিজেপি শাসিত অসমের হোটেলে নিজেদের বন্দি রেখেছেন। এদিকে, মহারাষ্ট্রে শিবসেনা কর্মীদের ক্ষোভ বাড়ছে একনাথ শিন্ডেদের ওপর।
দেখুন ভিডিও
#WATCH | Shiv Sena workers vandalise office of the party's MLA Tanaji Sawant in Balaji area of Katraj, Pune. Sawant is one of the rebel MLAs from the state and is currently camping in Guwahati, Assam. #MaharashtraPoliticalCrisis pic.twitter.com/LXRSLPxYJC
— ANI (@ANI) June 25, 2022
এমন অবস্থায় শিন্ডেদের পরিবারদের আর কোনওরকম নিরাপত্তা দিচ্ছে না মহারাষ্ট্র সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিন্ডে চিঠি লিখলেন মু্খ্যমন্ত্রী উদ্ভব ঠাকরকে। তাদের এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়িত্ব সরকারের। তাদের কিছু হয়ে গেলে সরকারকে দায়ি থাকবে বলে উদ্ভবকে কড়া চিঠিতে লিখলেন শিন্ডে।