মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দল শিবসেনার বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় বড় বিতর্কের মুখে। সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে শিন্ডে শিবসেনার দলের বিধায়ক সঞ্জয়-এর গাড়ি ধুয়ে দিচ্ছেন এক পুলিশ কর্মী। বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে সঞ্জয় গায়কোয়াড়-কে গাড়ি পরিষ্কার করতে দেখে তাজ্জব বনে গিয়েছেন সবাই।
কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হর্ষবর্ধন সাপকাল এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, "পুলিশ কর্মীদের নিজেদের স্বার্থে অপব্যবহার করা মহারাষ্ট্রের প্রশাসনের প্রকৃত উদাহরণ এটি।" এটাকে লজ্জাজনক ঘটনা বলে অভিহিত করেছেন মহারাষ্ট্রের বিরোধী দলের নেতার।
দেখুন কীভাবে বিধায়কের গাড়ি ধুয়ে দিচ্ছেন পুলিশ কর্মী
संजय गायकवाड यांची गाडी पोलिसानं धुतली, व्हिडीओ व्हायरल, नेमकं सत्य काय? pic.twitter.com/pnx0YcOkbX
— Mumbai Tak (@mumbaitak) August 29, 2024
এদিকে, এই ঘটনা নিয়ে শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের দাবি, " কেউ সেই পুলিশ কর্মীকে গাড়ি পরিষ্কার করতে বলেনি। তিনিই নিজেই সেটা করছিলেন। কারণ প্রাতরাশ করার পর তিনি গাড়িতে বমি করে দেন। আর তাই নিজে থেকেই সেটা পরিষ্কার করে দেন।"এর আগে শিবসেনার বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় বড় বিতর্কে জড়িয়েছিলেন, ১৯৮৭ সালে তিনি বাঘ শিকার করেছিলেন দাবি করে তার গলায় থাকা বাঘের দাঁতের হার প্রমাণ হিসেবে দেখিয়ে ছিলেন।