Sheena Bora,Indrani-Mukerjea (Photo Credit: Twitter)

দিল্লি, ৭ সেপ্টেম্বর:  শিনা বোরা (Sheena Bora) হত্যা মামলায় সবে সবে জামিন পেয়েছেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Indrani Mukerjea)। ইন্দ্রাণী মুখোপাধ্যায় জামিন পেয়েছেন বটে, কিন্তু তাঁর সঙ্গে থাকতে পারবেন না মেয়ে বিধি। ইন্দ্রাণীর ব্রিটেন ফেরৎ কন্যা বিধি মেয়ের সঙ্গে থাকতে চাইলে আদালতের তরফে তা নস্যাৎ করে দেওয়া হয়। অর্থাৎ ব্রিটেন থেকে ফিরলেও বিধি কোনওভাবে মা ইন্দ্রাণীর সঙ্গে থাকতে পারবেন না বলে জানানো হয়েছে।

গত কয়েক বছর ধরে লন্ডনে থাকছেন বিধি মুখোপাধ্যায়। গত ৩০ অগাস্ট বিধি মুখোপাধ্যায় আদালতের দ্বারস্থ হন। মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে থাকতেই বিধি আদালতের দ্বারস্থ হন। তবে বিধির আবেদন খারিজ করে দেন বিচারক এসপি নায়েক নিম্বলকর।

আরও পড়ুন: Moloy Ghatak: কয়লাকাণ্ডে মলয় ঘটককে ইডির সমন, সিবিআইয়ের পর ফের কেন্দ্রীয় অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখে মন্ত্রী

প্রসঙ্গত শিনা বোরা হত্যা মামলায় ইন্দ্রাণী মুখোপাধ্যায়ই মূল অভিযুক্ত। এমনই অভিযোগে ইন্দ্রাণীকে গ্রেফতার করা হয়। বেশ কয়েক বছর জেলে থাকার পর অবশেষে জামিন পান ইন্দ্রাণী।