Sevoke–Rongpo Landslide (Photo Credit: X/Screengrab)

গ্যাংটক, ৬ অগাস্ট: ভয়াবহ বৃষ্টি এবং ধসের জেরে কেঁপে উঠল সিকিম। এবার সেবক-রংপো রেল প্রজেক্টের পাশে যে নির্মীয়মাণ সুড়ঙ্গ রয়েছে, সেখানে নামে ধস (Sevoke–Rongpo Landslide)। হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে পাহাড় এবং সন্নিহিত অঞ্চল। এক নাগাড়ে বৃষ্টিতে সেবক-রংপো রেল প্রজেক্টের ঠিক পাশের সুড়ঙ্গের উপর যে ধস নামে, তা দেখে ভয়ে শিউরে উঠতে হয়। এক নাগাড়ে বৃষ্টিতে (Heavy Rain) এবার সিকিমের (Sikkim) যে হাল হল, তার জেরে যে এবারও মানুষ যে কোনও মুহূর্তে প্রকৃতির রুদ্র রূপের শিকার হতে পারেন, তা কার্যত স্পষ্ট।

প্রসঙ্গত সেবক-রংপো রেল প্রজেক্টের মাধ্যমে সিকিম গোটা দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম। আর সেই রেললাইনের কাছেই নামল ধস। আধিকারিকদের কথায়, সেবক-রংপো রেল প্রজোক্টে যে ধস নামে, তার পরপরই সেখান থেকে ভারি সব মেশিন সরিয়ে ফেলা হয়েছে। ওই এলাকায় যাতে দ্বিতীয়বার আর কোনও অঘটন না ঘটে, সেদিকে কড়া নজর রাখা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: Horrific Flood Video: প্রকৃতির রুদ্র রূপ; উত্তরকাশিতে ভয়াবহ বন্যা, খেলনার মত ভেসে যাচ্ছে মানুষ বোঝাই গাড়ি, দেখুন হাড়হিম করা ভিডিয়ো

দেখুন কীভাবে ধস নামল সেবক-রংপো রেল প্রজেক্টে...

 

মেঘভাঙা বৃষ্টিতে উত্তরকাশিতে নিশ্চিহ্ন ধারালি গ্রাম 

সবে সবে দেবভূমি উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশির (Uttarkashi Flood) ধারালি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বন্যার জলে। উত্তরাখণ্ডে মঙ্গলবার য়খন মেঘভাঙা বৃষ্টি শুরু হয়, সেই সময় খীর গঙ্গা নদীর জল স্রোত নিয়ে নীচে নেমে আসতে শুরু করে। এরপর খীর গঙ্গা নদীর প্রবল স্রোতে ভেসে যায় পাহাড়ের কোলে থাকা ছোট্ট ধারালি গ্রাম। এখনও পর্যন্ত ওই ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। ঠিক কতজন ভেসে গিয়েছেন, সে বিষয়ে কোনও খবর মেলেনি। তবে একের পর এক ভয়াবহ ছবি এবং ভিডিয়ো উঠে আসতে শুরু করেছে খীর গঙ্গা নদীর জলের তাণ্ডবের জেরে।