মন্দিরের প্রসাদে বিষক্রিয়া। আর তাই খেয়ে অসুস্থ ১৩ জন। যাঁদের মধ্যে শিশু, মহিলারাও রয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাসের (Hathras) সিকান্দ্ররাও থানা এলাকায়। অসুস্থদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। তবে হাসপাতালে ভর্তি করার আগে এক মহিলার মৃত্যু হয়েছে। তাঁর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এক মহিলার মৃত্যু হয়েছে
জানা যাচ্ছে, গ্রামের মন্দিরে গতকাল রাতে পুজো ছিল। আজ সকালে সেই পুজোর প্রসাদ বাক্সতে করে গ্রামবাসীদের মধ্যে বিলি করে মন্দিরের সদস্যরা। অভিযোগ, সেই প্রসাদ খেয়ে কমপক্ষে ১৩ জনের পেটে ব্যাথা ও বমি শুরু হয়। তাঁদের মধ্যে একজনের বাড়ির মধ্যেই মৃত্যু হয়। মৃত মহিলার নাম মুন্নি দেবী (৫৫)। হাসপাতালে যোগাযোগ করা হলে তাঁরা অ্যাম্বুলেন্স গ্রামে পাঠিয়ে দেয়। হাসপাতালে আসার পর তাঁদের ভর্তি করা হয়। তবে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আগ্রার এস এন মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
ঘটনার তদন্ত করছে পুলিশ
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে প্রসাদ খেয়ে এই ১৩ জন অসুস্থ হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই প্রসাদের নমুনা সংগ্রহ করে তদন্ত করে দেখছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।