Stampede At Mahakaleshwar Temple: শিবরাজ সিং- উমা ভারতীর উপস্থিতিতে মহাকালেশ্বর মন্দিরে বিপুল জনস্রোত, পদপিষ্ট ভক্তের দল
মহাকালেশ্বরে জনস্রোত (Photo Credits:ANI)

উজ্জয়িনী, ২৭ জুলাই: কোভিড বিধিকে থোড়াই কেয়ার৷ করোনাকালে একসঙ্গে মন্দিরে প্রবেশ নিয়ে হুড়োহুড়ি করতে গিয়ে বিশৃঙ্খলতার চূড়ান্ত৷ পদপিষ্ট হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই৷ আহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও৷ সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে৷ গতমাসেই মহাকালেশ্বর মন্দিরের (Mahakaleswar Temple) দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে৷ সোমবার মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের লাইন পড়েছিল৷ এদিকে ওই দিনই মহাকালেস্বর মন্দিরে আসেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ ভিভিআইপি-রা মন্দির দর্শনে এলে স্বভাবতই সাধারণ ভক্তদের দর্শনে ছেদ পড়বে৷ এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি৷ রীতিমতো গাদাগাদি করে মন্দিরের বাইরে তাঁদের দাঁড়িয়ে থাকতে হয়৷

এরপর নেতামন্ত্রীরা বিগ্রহ দর্শন করে ফিরে গেলে আচমকাই অধৈর্য্য হয়ে ওঠে অপেক্ষমান ভিড়৷   মন্দিরের চার নম্বর গেটের বাইরে শুরু হয় হুড়োহুড়ি৷ অপরিসর জায়গা দিয়ে একসঙ্গে সবাই মন্দিরে প্রবেশ করতে গেলে অনেকেই পড়ে যান৷ কোভিড বিধি ভুলে তখন কে কার আগে মন্দিরে ঢুকবেন তানিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়৷ এর জেরে অনেকেই পদপিষ্ট হয়েছেন৷   গোটা ঘটনায় যে করোনা সতর্কতা লঙ্ঘন হয়েছে তা মেনে নিয়েছেন উজ্জয়িনীর জেলাশাসক আশীস সিং৷ তিনি বলেছেন এই বিষয়টির দিকে এবার কড়া নজর দেওয়া হবে৷ আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে তারজন্য পুলিশি নিরাপত্তা জোরদার করা হবে৷ আরও পড়ুন-Tokyo Olympic Games 2020: হকিতে গোলের হ্যাটট্রিক, স্পেনকে হারাল ভারত

এমনিতে মহাকালেশ্বর মন্দিরে তাঁরাই প্রবেশ করতে পারবেন, যাঁদের কাছে আরটি পিসিআর নেগেটিভ রিপোর্ট ও অন্তত কোভিড টিকার একটি ডোজ নেওয়ার শংসাপত্র আছে৷   সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত মোট ৩ হাজার ৫০০ দর্শমার্থী মন্দিরে প্রবেশ করতে পারেবেন৷   ২ ঘণ্টা অন্তর ৫০০ জনকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে৷ এদিন ভিভিআইপিদের আসার খবরে পর্যাপ্ত পুলিশি প্রহরার বন্দোবস্ত হলেও কার্যক্ষেত্রে তা ফলদায়ক হয়নি৷ বিরাট জনস্রোতের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে পুলিশি প্রহরা৷