প্রতীকী ছবি (Photo ANI)

ইডুক্কি: বউকে কমবেশি সব পুরুষ মানুষই ভয় পায়! কেউ সেটা স্বীকার করে আর কেউ করে না। মুখে কিছু না বললেও সাংসারিক জীবনে আজকাল বউয়ের ভয়ে অনেক কিছুই করতে বাধ্য হন পুরুষরা যা আগের যুগে হত না। এবার জানা গেল বউয়ের ভয়ে (Scared Of Wife) বাড়ি থেকে পালিয়ে দেড় বছর ধরে অন্য জায়গায় লুকিয়ে ছিল এক যুবক। সন্ধান আবার পাওয়া গেল তার নিখোঁজ মামলায় স্ত্রী গ্রেফতার হওয়ার পরের দিনই।

অবাক করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) ইডুক্কি (Idukki) জেলার থদুপুঝা (Thodupuzha) অঞ্চলের কাছে অবস্থিত একটি গ্রামে। এখান থেকেই লুকিয়ে থাকা অবস্থায় নিখোঁজ ৩৪ বছরের যুবক নৌশাদকে খুঁজে পেয়েছে পুলিশ। তার আগের দিনই স্বামীর নিখোঁজ মামলায় গ্রেফতার হয়ে তাঁর ২৫ বছরের স্ত্রী আফসানা স্বীকারোক্তি দেয় যে নৌশাদকে খুন করার পর তার মৃতদেহটি পুঁতে দেওয়া হয়েছে।

অভূতপূর্ব এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানাচ্ছে, পাঠানমথিট্টা জেলার কালানজোর এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকাকালীন ২০২১ সালের নভেম্বর মাসে নিখোঁজ হয়ে গেছিল নৌশাদ। তারপর থোমানকাটু এলাকার একটি ফার্মে শ্রমিকের কাজ নিয়েছিল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নৌশাদ অভিযোগ করে, বউয়ের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল সে। কারণ তার স্ত্রী মাঝে মধ্যেই কিছু লোককে ডাকত। যারা এসে নৌশাদকে মারধর করত।

নৌশাদের বাবার করা নিখোঁজ ডায়েরি ভিত্তিতে তদন্তে নেমে ছিল পুলিশ। এদিকে সম্প্রতি নৌশাদকে দেখেছে বলে দাবি করে তার স্ত্রী আফসানা। এর ভিত্তিতে দুদিন আগে কুডাল স্টেশনে সমন পাঠিয়ে ছিল পুলিশ। বৃহস্পতিবার ভুল তথ্য দেওয়ার অভিযোগে আফসানাকে গ্রেফতার করে পুলিশ। জেরায় আফসানা জানায়, স্বামীকে খুন করে পুঁতে দিয়েছে সে। সেই কথা শুনে পুলিশ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় মৃতদেহের সন্ধানও করে। আর তার ঠিক পরের দিনই খোঁজ মেলে নৌশাদের।