Supreme Court (Photo Credits: ANI/X)

রাজস্থানের ফালোদিতে ২ নভেম্বর এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Rajasthan Road Accident) ১৫ জনের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে সুপ্রিম কোর্ট। তীর্থযাত্রা থেকে ফেরা একটি দ্রুতগতির টেম্পো দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন তীর্থযাত্রীর মৃত্যু হয় এবং আরও দু'জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলেই শোকপ্রকাশ করেছিলেন।

এই দুর্ঘটনা নিয়ে শীর্ষ আদালত একটি জনস্বার্থ মামলা হিসেবে নথিভুক্ত করেছে। এই ধরনের মারাত্মক সড়ক দুর্ঘটনার গুরুত্ব এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে জাতীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য আদালত এই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে। মূলত যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা এবং জাতীয় সড়কের নিরাপত্তা সংক্রান্ত নীতিগুলির পর্যালোচনা এই মামলার প্রধান লক্ষ্য হবে বলে মনে করা হচ্ছে।

বিচারপতি জে.কে. মাহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণোই-এর একটি বেঞ্চ আগামী ১০ই নভেম্বর এই মামলার শুনানি করবেন। আদালত নিহতদের পরিবারকে ন্যায়বিচার প্রদান এবং আহতদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি, রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে জরুরি নির্দেশ দিতে পারে।