Photo Credits: ANI

যোগী আদিত্যনাথের কেন্দ্রে বিজেপি-কে হারানোর ক্ষমতা দেখালেও, আর সে সবে না গিয়ে এনডিএতেই থাকছে নিষাদ পার্টি। ২০২৪ লোকসভায় এনডিএর শরিক দল হিসেবেই বিজেপির সঙ্গে জোট গড়ে লড়বে তার দল। এমই ঘোষণা করলেন পার্টির প্রধান তথা ইউপি-র মন্ত্রী সঞ্জয় নিষাদ। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বে আছেন সঞ্জয় নিষাদ।

গত বছর বিধানসভা নির্বাচনে বিজেপি-র সঙ্গে জোট গড়ে ৬ট আসনে জিতেছিলেন নিষাদ পার্টি।

দেখুন টুইট

২০১৮ গোরক্ষপুর লোকসভা উপনির্বাচনে সঞ্জয় নিষাদের ছেলে প্রবীন নিষাদ সমাজবাদী পার্টির টিকিটে দাঁড়িয়ে বিজেপি-কে হারিয়ে চমকে দিয়েছিলেন। তখন সমাজবাদী পার্টিকে সমর্থন করেছিল নিষাদ পার্টি। তবে সেসব এখন অতীত। বিজেপি রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে দাবি করে পদ্মেই পথ খুঁজে নিল নিষাদ।