৫০০ টাকা (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ১৭ এপ্রিল: রাস্তায় পড়ে কড়কড়ে তিনটে ৫০০ টাকার (Rs 500 Notes) নোট। অন্য সময় হলে ঠিক কেউ তুলে নিয়ে সরে যেত। তবে এখন দেখেও কেউ তুলছে না। শেষমেশ কেউ তুলছে না দেখে ফোন যায় পুলিশে। পুলিশ এসে ওই ৩টে ৫০০ টাকার নোট উদ্ধার করে। কী বলছি বুঝতে পারছেন না। তবে আগে যা বললাম সবটাই সত্যি। চলুন খোলসা করে বলা যাক। আসলে বুধবার বিকেলে উত্তর দিল্লির (North Delhi) লরেন্স রোডে একটি বাড়ির পাশে গলিতে ৩টে ৫০০ টাকার নোট পড়েছিল। আর সাধারণ মানুষের মধ্যে ভয় রয়েছে এই নোট থেকে করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণ হয়। তাই আর কেউ নোট কুড়োতে সাহস পায়নি।

দুপুর দেড়টা নাগাদ প্রথমে নোটগুলি পড়ে থাকতে দেখেন এক যুবক। নোট পড়ে থাকতে দেখে আরও কয়েকজন জড়ো হয়ে যায় সেখানে। যদিও সাহস করে কেউ কুড়োয়নি। এরপরই ফোন যায় স্থানীয় কেশবপুরম থানায়। নোট পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে আসে, কিন্তু তারাও প্রথমে নোট হাতে তুলে নিতে চায়নি। পরে এক পুলিশ কর্মী গ্লাভস পরে নোট তিনটে কুড়ো ও স্যানিটাইজ করে প্যাকেটে ঢোকায়। তার আগে অবশ্য এলাকাটি ঘিরে লোকজনকে সরিয়ে দেয় পুলিশ। আরও পড়ুন: Coronavirus Cases In India: দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৮৩৫, মৃত ৪৫২

এদিকে নোট উদ্ধার করে পুলিশ থানায় ফিরলে এক মহিলা গিয়ে নোটগুলি তাঁর বলে দাবি করেন। স্থানীয় পুলিশ কমিশনার বিজয়ন্ত আর্য বলেন, চরণজিৎ কৌর নামে এক মহিলা থানায় গিয়ে দাবি করেছিলেন যে নোটগুলি তারই। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন যে স্থানীয় একটি ATM থেকে ১০ হাজার টাকা তিনি তোলেন। ওই ৩টি ৫০০ টাকার নোট সেগুলির মধ্যেই।