Representational Image (Photo Credits: Pixabay)

আাবারও মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজী মহারাজ আন্তরার্জাতিক বিমানবন্দর থেকে আটক বিপুল পরিমাণের মাদক। বুধবার কাস্টমসের আধিকারিকদের দুই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করে ২৪.৯৬ কেজি উন্নতমানের গাঁজা। আন্তর্জাতিক বাজারে যার মূল্য ছিল ২৪.৬৬ কোটি টাকা। ইতিমধ্যে সেই মাদকগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে আটক করা হয়েছে ব্যাংকক থেকে আসা ২ যাত্রী ও ১ ব্যক্তিকে। তাঁদের জেরা করে এই চক্রের হদিশ পেতে চায় পুলিশ। সেই সঙ্গে মুম্বই বিমানবন্দর চত্বরে বাড়ানো হয়েছে নজরদারি। খতিয়ে দেখা হচ্ছে যাত্রীদের ব্যাগ।

যাত্রীদের ব্যাগ থেকে উদ্ধার মাদক

জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে আগে থেকেই ব্যাংকক থেকে আসা বিমানযাত্রীদের ওপর নজর রাখছিল কাস্টমস জোনাল ৩-এর আধিকারিকরা। সেই সময়ই ২ যাত্রীর গতিবিধি নজরে আসে আধিকারিকদের। তাঁদের ব্যাগেজ খতিয়ে দেখতে উদ্ধার হয় মাদক। জানা যাচ্ছে, তাঁদের ভ্যাকুয়াম সিল করা প্যাকেটের মধ্যে থেকে উদ্ধার হয় গাঁজা। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক জেরাতে তাঁরা জানিয়েছে যে ওই বিমানবন্দর এলাকায় এক ব্যক্তি মাদকের প্যাকেটগুলি নিতে এসেছে।

তদন্ত শুরু করেছে পুলিশ

তারপরেই বিমানবন্দরে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ওই পাচারকারীকে। জেরায় জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মাদকগুলি রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করত। ফলে এই চক্রের হদিশ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।