মুম্বইয়ের (Mumbai) পোয়াই এলাকার স্টু়ডিয়ো থেকে অবশেষে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয় ২০ জন নাবালক-নাবালিকাদের। জানা যাচ্ছে, ওই স্টুডিয়োতে একটি অ্যাক্টিং স্কুল রয়েছে। এদিন সেখানে একটি অডিশনে ১০০ জন এসেছিল। তাঁদের মধ্যে ২০ জনকে আটকে রাখে রোহিত। ঘটনাটি সামনে আসতেই স্টুডিয়ো চত্বর ঘিরে ফেরে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অপহৃতদের নিয়ে লুকিয়ে ছিল রোহিত। পুলিশ বাচ্চাদের উদ্ধার করতে গেলে হামলা করে অভিযুক্ত। পাল্টা গুলি চালায় পুলিশ।
হাসপাতালে মৃত্যু হয় রোহিত আর্যর
আর এই এনকাউন্টার অভিযানে পুলিশের গুলিতে গুরুতর জখম হয় রোহিত। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাও শুরু হয়। তবে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই অভিযুক্তের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে অপহৃত শিশুদের সুরক্ষিতভাবে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। যদিও সে কেন অপহরণ করেছিল। তাঁর উদ্দেশ্য কী ছিল, সেই বিষয়গুলি এখনও স্পষ্ট হয়নি। ঘটনাস্থলে এসেছে ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থল খতিয়ে দেখছে।
রোহিত আর্যর বার্তা
পুলিশসূত্রে খবর, অভিযুক্তের হাতে একটি এয়ার গান ছিল। সেটি নিয়ে পুলিশের ওপর হামলা করেছিল রোহিত। পাল্টা গুলিতেই আহত হয় সে। প্রসঙ্গত, এদিন সকালেই রোহিতের একটি ভি়ডিয়ো ভাইরাল হয়। যেখানে সে বলে্ন, তিনি কয়েকজনের সঙ্গে কথা বলতে চায়। যদি তাঁদের সঙ্গে কথা না হয় তাহলে স্টুডিয়োতে আগুন লাগিয়ে আত্মহত্যা করবে সে। আর তাঁর সঙ্গে মৃত্যু হবে বাচ্চাদেরও। এমনকী যদি পুলিশ তাঁকে মেরে ফেলে, তাহলে অন্য কেউ এই বাচ্চাদের অপহরণ করে ফের একই দাবি করবে।