দিল্লিতে (Delhi) সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। বৃহস্পতিবার আরকে পুরম এলাকায় হোলি চাইল্ড স্কুলের কাছে একটি ওয়াগন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে দুই পথচারীকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়িটি কিছুটা দূরে নিয়ে যান গাড়ির চালক। তবে ট্রাফিক পুলিশ গাড়িটি আটকে দেয়। গ্রেফতার করা হয় গাড়ির চালককে। পুলিশসূত্রে খবর, গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। আহত অপরজন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
গ্রেফতার গাড়ির চালক
ইতিমধ্যেই হতাহতদের নাম পরিচয় জানতে পেরেছে পুলিশ। মৃত ব্যক্তি বছর ৩০-এর সঞ্জয় ভার্মা এবং আহতের নাম তেজ সিং, বয়স ৫৫। দুজনেই টাটা গ্লোবাল মোটরসের কর্মী। এদিন তাঁরা কাজ সেরে বাড়ি ফিরছিলেন, তখনই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। গাড়ির চালক রাজন ভার্মাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে তাঁর গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও ঘটনার সময় সে মদ্যপ অবস্থায় ছিল কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সঞ্জয় ভার্মার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল। যার ফলে হয়েছিল তীব্র যানজট। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। অন্যদিকে ঘটনার পর আহত, নিহতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।