Tejaswi Yadav (Photo Credit: Instagram)

দিল্লি, ২৯ নভেম্বর: খেলাধুলোর সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়। তাই আগামী বছর পাকিস্তানে যে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) রয়েছে, সেখানে পাকিস্তানে খেলার সূচি পড়লে, সেখানে ভারতীয় ক্রিকেট দলকে যেতে দেওয়া উচিত। এবার এমনই মন্তব্য করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ২০২৫ সালে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। সেখানে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায়, পাক সফর নিয়ে এমনই মন্তব্য করে বসেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী (Tejashwi Yadav)।

প্রসঙ্গত ২০০৮ সালে থেকে ভারত খেলার জন্য পাকিস্তানে (Pakistan) যায়নি। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হওয়ায় পাকিস্তানে গিয়ে খেলেনি ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর সম্পূর্ণভাবে নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর। এই নীতিতে বিশ্বাসী বিসিসিআই। যা নিয়ে এবার মুখ খুলে ভারতীয় ক্রিকেট দলের পাক সফর নিয়ে সওয়াল করেন লালু-পুত্র তেজস্বী যাদব।

যার উদাহরণ টানতে গিয়ে ২০১৫ সালে নরেন্দ্র মোদীর হঠাৎ পাক সফরের প্রসঙ্গ তোলেন তেজস্বী। পাশাপাশি অলিম্পিকেও সমস্ত দেশ অংশগ্রহণ করে। তাহলে ক্রিকেট খেলতে কেন ভারতীয় দল পাকিস্তানে যাবে না বলে প্রশ্ন তোলেন তেজস্বী। প্রধানমন্ত্রী যদি পাকিস্তান সফরে গিয়ে বিরিয়ানি খেতে পারেন, তাহলে ভারতীয় ক্রিকেট দল কেন সে দেশে যাবে না বলেও প্রশ্ন তোলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।