Union Minister Nitin Gadkari

Nitin Gadkari: নরেন্দ্র মোদী (Narendra Mod)-অমিত শাহ (Amit Shah)-র আমলের বিজেপি (BJP)-তে তাঁকে বিদ্রোহী চরিত্র হিসাবেই দেখা হয়। একটা সময় তাঁকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দেখা হত। কিন্তু গুজরাট থেকে ঝড় তুলে এসে নরেন্দ্র মোদী ব্যক্তিগত ক্যারাশ্মিমায় বিজেপিকে আলাদা উচ্চতায় পৌঁছে দেন আর তিনি চলে যান পিছনের সারিতে। মোদীর মন্ত্রিসভায় তিনি আছেন ঠিকই কিন্তু সেটা দ্বিতীয় সারিতে। তিনি নীতীন গডকরি। তিনি যে মোদীর বিজেপিতে বিদ্রোহী মুখ, সেটা হাসিমুখে ঘুরিয়ে স্বীকারও করেছেন গড়করি। নাগপুরের সাংসদ তথা কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় বেশ ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন।

গড়করির নিশানায় কি দলের কেউ?

সোশ্য়াল মিডিয়ায় গড়করি লিখলেন, " শ্রদ্ধা এমন একটা জিনিস যা চাইলেই পাওয়া যায় না। শ্রদ্ধা যোগ্যতা দেখিয়ে অর্জন করতে হয়। তুমি যদি যোগ্য হও তুমি অবশ্য সেটা পাবে।" এরপর আরও বিস্ফোরক লাইন লিখে গডকরি বলেন, " একজন ব্যক্তি যিনি ক্ষমতা, সম্পদ, জ্ঞান এবং সৌন্দর্যের ইগো বা আত্মঅহঙ্কারে থাকেন, তিনি কাউকে সাহায্য করতে পারেন না। বিশ্বের ইতিহাসের দিকে তাকান এমন একজন মানুষকে কেউ গ্রহণ করেননি, যিনি অন্যদের মত জোর করে চাপিয়ে দিয়েছেন।"

নেতৃত্ব আর অহংকার নিয়ে গড়করির ইঙ্গিতপূর্ণ পোস্ট

মোহন ভগবতের ৭৫ বছরের পর অবসর মন্তব্যের মাঝে গডকরির ইঙ্গিতপূর্ণ পোস্ট

গডকরির এমন পোস্টের পর বিজেপির মধ্যে ঝড় শুরু হয়েছে। আরএসএস-এর সদর দফতরের শহর নাগপুরে বসে এমন পোস্ট করে গডকরি কাকে এমন আক্রমণ করলেন? গডকরিকে তবে দলেরই কোন শীর্ষ নেতাকে এমন কথা ঘুরিয়ে বার্তা দিলেন? আরএসএস প্রধান মোহন ভগবতের ৭৫ বছরের পর অবসরের প্রসঙ্গে নানা জল্পনার মাঝে তবে কি গড়করি একটু অভিমানী। এই বিষয়ে এখনও সরাসরি গডকরির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিরোধী নেতাদের অনেকেই গডকরির 'বেসুরে' পোস্টের আলাদা মানে খুঁজছেন।