নতুন দিল্লি, ১৬ জুলাই: সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু-কে মনোনিত করা হোক। এমনটাই চাইছেন বঞ্চিত বহুজন আঘাড়ি দলের সভাপতি প্রকাশ আম্বেদকর। দেশের সব দলের তফসিলি ও উপজাতীয় সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা ওডিশার নেত্রী দ্রৌপদী মুর্মু-কেই ভোট দেবেন। তাই যশবন্ত সিনহা-র এখন উচিত মঙ্গলবার হতে চলা রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়ানো।
দেখুন টুইট
Requesting Yeshwant Sinha to withdraw from the Presidential race because many Scheduled Caste and Scheduled Tribe members from across the parties are joining to vote in favour of Droupadi Murmu: Prakash Ambedkar, National President of Vanchit Bahujan Aaghadi
(File photo) pic.twitter.com/pSO7BJpv1b
— ANI (@ANI) July 16, 2022
ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় ১৯৫৮ সালে এক সাঁওতাল পরিবারে জন্ম দ্রৌপদীর। তফসিলি মহিলা হওয়ায় বিজেপি বিরোধী হওয়া সত্ত্বেও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু-কে সমর্থন জানিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বিজেডি, বিএসপি-র মত এনডিএ-র বাইরে থাকা দলও দ্রোপদী মুর্মু-কে সমর্থন করেছে। আরও পড়ুন-বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করে কী বললেন প্রধানমন্ত্রী মোদী
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের আগে আপ-এর পক্ষ থেকে এদিন জানানো হল, তারা যশবন্ত সিনহা-কেই সমর্থন জানাবে। বিরোধীদের রাষ্ট্রপতিপদ প্রার্থী বাছার বৈঠকে হাজির না হলেও, রাষ্ট্রপতি নির্বাচনে মমতাদের প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে দেশের জোট রাজনীতির দরজা খুললেন কেজরি।