Election Commission of India (Photo Credits: PTI)

ভোট দিতে যাওয়ার জন্য আর পড়িমড়ি করে নিজের কেন্দ্রে ছুটে আসতে হবে না। বরং দেশের যে কোনও প্রান্তে বসেই ভোট দিতে পারবেন সাধারণ মানুষ। sসজে লাগিয়ে এমনই ‘রিমোট ভোটিং’-এর বন্দোবস্ত করতে চলেছে নির্বাচন কমিশন।

ছাত্র,শ্রমিক সহ গার্হস্থ্য অভিবাসীদের ভোটদানের সুবিধার্থে রিমোট ভোটিং এর  একটি প্রোটোটাইপ তৈরি করেছে ভারতের নির্বাচন কমিশন ৷তবে এই ভোটিং-এর বাস্তবায়নের ক্ষেত্রে  আইনি ও প্রশাসনিক চ্যালেঞ্জের বিষয়ে দলগুলোর মতামত  জানতে চায় নির্বাচন কমিশন। সংবাদমাধ্যম পিটিআই সূত্রে খবর খুব শীঘ্রই সেই কারণে একটি সর্বদলীয় সভাও ডাকতে চলেছে নির্বাচন কমিশন।