ভোট দিতে যাওয়ার জন্য আর পড়িমড়ি করে নিজের কেন্দ্রে ছুটে আসতে হবে না। বরং দেশের যে কোনও প্রান্তে বসেই ভোট দিতে পারবেন সাধারণ মানুষ। sসজে লাগিয়ে এমনই ‘রিমোট ভোটিং’-এর বন্দোবস্ত করতে চলেছে নির্বাচন কমিশন।
BREAKING: Election Commission of India has developed a prototype to facilitate remote voting by domestic migrants, including students and workers. The poll body is set to call an all party meeting to demonstrate the prototype soon.
— Deeksha Bhardwaj (@deekbhardwaj) December 29, 2022
ছাত্র,শ্রমিক সহ গার্হস্থ্য অভিবাসীদের ভোটদানের সুবিধার্থে রিমোট ভোটিং এর একটি প্রোটোটাইপ তৈরি করেছে ভারতের নির্বাচন কমিশন ৷তবে এই ভোটিং-এর বাস্তবায়নের ক্ষেত্রে আইনি ও প্রশাসনিক চ্যালেঞ্জের বিষয়ে দলগুলোর মতামত জানতে চায় নির্বাচন কমিশন। সংবাদমাধ্যম পিটিআই সূত্রে খবর খুব শীঘ্রই সেই কারণে একটি সর্বদলীয় সভাও ডাকতে চলেছে নির্বাচন কমিশন।
EC floats concept note on remote voting, seeks views of parties on legal and administrative challenges in implementing it
— Press Trust of India (@PTI_News) December 29, 2022