Manipur: মণিপুর ইস্যুতে ইউরোপের 'নজর', ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে তোপ দাগল ভারত

গত ৩ মে থেকে উত্তপ্ত হতে শুরু করে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। মণিপুর এবং কুকি সম্প্রদায়ের বিবাদের জেরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। সংঘর্ষের জেরে মণিপুরের রাজধানী ইম্ফল-সহ রাজ্যের একাধিক জায়গায় উত্তেজনা ছড়াতে শুরু।

Photo: Twitter

দিল্লি, ১৪ জুলাই: মণিপুর (Manipur)  ইস্যু নিয়ে বিশেষ প্রস্তাব গ্রহণ করা হয় ইউরোপের সংসদে। মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতির উপর নির্ভর করে সেখানকার মানবাধিকারের কী অবস্থা, তা নিয়ে প্রস্তাব পাশ হয় ইউরোপের সংসদে। যা প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে মুখ খোলে ভারত। মণিপুর নিয়ে ইউরোপের যে চিন্তাভাবনা, তা ইউরোপের ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে তোপ দাগা হয় দিল্লির তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, ভারতের (India) অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য নয়। এটি ইউরোপের ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে তোপ দাগা হয় দিল্লির তরফে।

প্রসঙ্গত গত ৩ মে থেকে উত্তপ্ত হতে শুরু করে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। মণিপুর এবং কুকি সম্প্রদায়ের বিবাদের জেরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। সংঘর্ষের জেরে মণিপুরের রাজধানী ইম্ফল-সহ রাজ্যের একাধিক জায়গায় উত্তেজনা ছড়াতে শুরু করে এবং একের পর এক প্রাণহানির খবর আসতে শুরু করে।



@endif