![](https://bnst1.latestly.com/uploads/images/2024/09/2-30788669.jpg?width=380&height=214)
ইম্ফল, ৯ ফেব্রুয়ারি: প্রায় দু'বছর ধরে চলা উত্তেজনা, ব্যাপক হিংসায় ক্ষতবিক্ষত মণিপুরে অবশেষে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রবিবার বিকেলে ইম্ফলে রাজ্যপাল অজয় ভাল্লা কাছে পদত্যাগপত্র জমা দেন প্রাক্তন ফুটবলার- মুখ্যমন্ত্রী বীরেন সিং। মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের প্ররোচনাতেই মণিপুরে হিংসা ছড়ায়, এমন এক বিস্ফোরক অডিও টেপ নিয়ে সুরপ্রিম কোর্টে মামলার মাঝেই তিনি পদ ছাড়েলন। মণিপুরে ৬০ আসনের বিধানসভায় বিজেপির ৩২জন বিধায়ক আছে। হিংসা থামাতে ব্যর্থ হওয়ায় রাজ্যের বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল সাতজন বিধায়ক থাকা এনপিপি। তবে মণিপুরে সংখ্যার দিক থেকে এখনও সরকার চালানো নিয়ে সংশয় নেই বিজেপির। এন বীরেন সিংয়ের পরিবর্তে এবার মণিপুরে কাকে মুখ্যমন্ত্রী করে বিজেপি, সেটাই দেখার।
কিছুতেই পদ ছাড় ছিলেন না বীরেন সিং
২০২৩ সালের মে মাস থেকে বিজেপি শাসিত মণিপুরে হিংসা শুরু হয়েছিল। কুকি আদিবাসী এবং মেইতিই সংঘর্ষে এরপর থেকে প্রায় দেড়- দু বছর দফায় দফায় উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে হিংসা ছড়িয়েছে। শিশু, মহিলা সহ রাজ্যের বহু মানুষ মারা গিয়েছেন। বারবার রাজ্য প্রশাসনের ব্যর্থতার সাফ হয়েছে। কিন্তু এরপরেই সব মহল থেকে দাবি উঠলেও পদত্যাগ করেননি বীরেন সিং। এমনকী মণিপুরের হিংসা নগ্ন মহিলাকে প্যারেডের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু:খপ্রকাশ করলেও এন বীরেন সিং পদ ছাড়েনি।
বীরেন সিংয়ের পদত্যাগ
Manipur CM N Biren Singh tenders resignation from the post of Chief Minister. pic.twitter.com/tzXgKRufmi
— ANI (@ANI) February 9, 2025
বীরেনকে সরাচ্ছিলেন না মোদী-শাহ
গুজরাট, মধ্যপ্রদেশ থেকে ত্রিপুরা, অসম সহ দেশের বেশ কিছু রাজ্যে নিজেদের দলের মুখ্যমন্ত্রীদের বদল করলেও নরেন্দ্র মোদী, অমিত শাহ-রা মণিপুর হিংসায় বীরেন সিং-কে সরাতে চাপ দেননি। এমনকী লোকসভা ভোটে মণিপুরে বিজেপি খুব খারাপ ফলের পরেও বীরেন সিং গদি ছাড়েননি। তবে দিল্লি ভোটে বড় জয়ের পর আচমকাই মণিপুরের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন। গত মাসেই মণিপুরে রাজ্যপাল হিসেবে শপথ নেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা।
আট বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পর সরলেন বীরেন
গত বছর একটা সময় মণিপুরে হিংসা চরমে ওঠার পর বীরেন সিং পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করলেও পরে পিছিয়ে আসেন। ২০১৭ সালে নির্বাচনে জিতে প্রথমবার মণিপুরের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বীরেন সিং। এরপর ২০২২ বিধানসভা ভোটে বিজেপির বড় জয়ের পর ফের সিংহাসনে ফেরেন মণিপুরের হয়ে সন্তোষ ট্রফি জেতা প্রাক্তন ফুটবলার বীরেন সিং।