Tiger (Photo Credits: X)

জয়পুর, ১০ জুনঃ পাহাড় এবং সমুদ্রের মতই ভ্রমণ পিপাসু মানুষরা জঙ্গলে বেড়াতে যেতে বেজায় ভালোবাসেন। বিশেষ করে দেশ বিদেশের বিভিন্ন জাতীয় উদ্যান। জঙ্গল সফারির সময়ে জিপে চেপে বাঘ দেখার অভিজ্ঞতা এক রোমাঞ্চকর অনুভূতি। তবে সেই রোমাঞ্চ ধীরে ধীরে ভীতিতে পরিণত হচ্ছে। সদ্য রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানের (Ranthambore National Park) মধ্যে বাঘের হামলা হয়েছে। বাঘের আক্রমণে ৬০ বছর বয়সী এক স্থানীয় পুরোহিত মারা গিয়েছেন। এই ঘটনার জেরে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বাঘের ভীতি তৈরি হয়েছে পর্যটকদের মধ্যেই। গ্রামবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

মন্দিরের পুরোহিতকে ছিঁড়ে খেল বাঘ

সোমবার সকালে ঐতিহাসিক রণথম্ভোর দুর্গের (Ranthambore Fort) ভিতরে অবস্থিত একটি জৈন মন্দিরের পুরোহিতের উপর আক্রমণ করে বাঘটি। নিহত পুরোহিত বছর ৬০-এর রাধেশ্যাম সাইনি শেরপুর গ্রামের বাসিন্দা। যিনি দীর্ঘ কুড়ি বছর ধরে দুর্গের ওই জৈন মন্দিরে সেবার কাজ করছেন। হামলার ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে, প্রতিদিনের মত এদিন সকালেও মন্দিরে নিজের কাজ করছিলেন রাধেশ্যাম। আচমকাই বাঘ এসে হামলা করে তাঁর উপর। বৃদ্ধ পুরোহিতকে ছিঁড়ে খায় বাঘ।

এই ঘটনায় স্থানীয় গ্রামবাসী বেজায় চটেছেন। সাওয়াই মাধোপুর-কুন্দেরা সড়ক অবরোধ করে বন বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন তাঁরা। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে সরব হয়েছে গ্রামবাসী। যার ফলে সাম্প্রতিক সময়ে পর পর বাঘের শিকার হচ্ছেন গ্রামবাসী।

গত দুই মাসের মধ্যে রণথম্ভোরে তিনজন বাঘের শিকার হয়েছেন। গত ২১শে এপ্রিল, ত্রিনেত্র গণেশ মন্দিরের কাছে এক বাঘিনী ৭ বছরের শিশুকে ছিঁড়ে খেয়েছে। এরপর ১২ই মে, রণথম্ভোর টাইগার রিজার্ভের জোন ৩-এর জোগি মহলের কাছে টহল দেওয়ার সময় একজন বনরক্ষী বাঘের শিকার হয়। গুরুতর জখমের সঙ্গে বেঁচে গিয়েছেন তিনি। এরপর ৯ জুন মন্দিরের পুরোহিতের উপর হামলা। তিন মাসেরও কম সময়ের ব্যবধানে পরপর তিনটি হামলার ঘটনা গভীর চিন্তায় ফেলেছে গ্রামবাসীকে। সুরক্ষার দাবিতে বন কর্তৃপক্ষের উপর চাপ বাড়াচ্ছেন তাঁরা।