Photo Credits: pixabay

জয়পুর: রাজস্থান সরকারের (Rajasthan Government) প্রস্তাবিত রাইট টু হেলথ বিলের (Right to Health Bill) বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বাড়ছে রাজ্যের চিকিৎসকদের (Doctors)। শনিবার এই বিলের বিরোধিতায় রাজস্থানের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ (Protests) দেখান চিকিৎসকরা। পাশাপাশি একদিনের ধর্মঘটেরও (Strike) ডাক দেন। এর ফলে শনিবার সকাল ৮ থেকে ২৪ ঘণ্টার জন্য রাজস্থানের বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে স্বাস্থ্য পরিষেবা ও জরুরি অপারেশনগুলি।

এই ধর্মঘটে রাজস্থানের চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে শনিবার টুইট করেছে ইন্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশন (IMA)। জানিয়েছে তারা রাজস্থান সরকারের প্রস্তাবিত স্বাস্থ্য বিলে কিছু সংশোধন চাইছে এবং বিক্ষোভের বিষয়ে তারা চিকিৎসকদের সঙ্গেই আছে।

গত ১০ তারিখ ইন্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি ডাঃ শরদ আগরওয়াল রাজস্থানের কোটায় এসেছিলেন। সেখানে এসে সাংবাদিক বৈঠক করে রাজস্থান সরকারের প্রস্তাবিত রাইট টু হেলথ বিল সম্পর্কে কথা বলেন তিনি। বিলে কিছু সংশোধন করারও দাবি জানান। পাশাপাশি মেডিকাল অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশে তাঁরা আছেন বলেও ভরসা দেন।