জয়পুর, ১ জুলাইঃ প্রকাশ্য দিবালোকে ব্যস্ত রাস্তায় মাঝে সরকারি স্কুলের শিক্ষিকাকে কুপিয়ে খুন। প্রাক্তন প্রেমিকের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ওই শিক্ষিকা। ১ জুলাই, মঙ্গলবার সকালে রাজস্থানের (Rajasthan) বাঁশওয়ারা জেলার কালিঞ্জারা শহরে খুনের ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, নিহতের মহিলার নাম লীলা তাবিয়ার (৩৬)। তিনি আর্থুনার বাসিন্দা। সজ্জনগড় ব্লকের ছায়া মাহুরিতে সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে দ্বিতীয় শ্রেণির সংস্কৃত শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন লীলা। প্রতিদিনের মত এদিনও সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। সকাল সাড়ে ১০টা নাগাদ বাসস্ট্যান্ডে বসে বাসের জন্যে অপেক্ষা করছিলেন। এমন সময়ে অল্টো গাড়িতে চেপে বাসস্ট্যান্ডের সামনে হঠাৎ এসে উপস্থিত হন লীলার প্রাক্তন প্রেমিক। তলোয়ার হাতে গাড়ি থেকে নেমে সোজা লীলার উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। ছুটে পালানোর চেষ্টা করেন মহিলা। কিন্তু তাঁর চেষ্টা বিফল হয়। তলোয়ারের কোপ এসে পড়ে মহিলার উপর।
হামলার দৃশ্য বাসস্ট্যান্ডের কাছের একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে
गाड़ी से उतरा,तलवार निकाली और...
राजस्थान: बांसवाड़ा के अरथुना निवासी लिला नामक महिला पर बस स्टैंड पर सरेआम तलवार से हमला किया गया जिससे उसकी मौत हो गई यह दिल दहला देने वाली घटना है @RajPoliceHelp पुलिस प्रशासन से निवेदन है कि तुरंत गिरफ्तार कर फांसी की सज़ा दी जाए @roat_mla pic.twitter.com/mycI4VK3Ag
— jaypal_munda (@Jaypaldamor35) July 1, 2025
এমন দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন স্থানীয়রা। আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে। মহিলার উপর হামলা করেই গাড়িতে চেপে পালাতে উদ্যত হন ওই ব্যক্তি। কিন্তু তাড়াহুড়োর চোটে বাসস্ট্যান্ডের কাছে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়ির। এরপর গাড়ি থেকে নেমে ছুটে পালান তিনি। গাড়ির একধার ভেঙেচুরে গিয়েছে। স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। রক্তাক্ত অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।