Rajasthan Horror: রাজস্থানের নাগায়ুর জেলায় চাঞ্চল্যকর ঘটনা। তার স্ত্রী-র সঙ্গে অবৈধ সম্পর্ক আছে, এমন সন্দেহে নিজের পিসতুতো ভাইকে খুন করে ১০ ফুট গর্ত করে পুঁতে দিল সোহানরাম নামের এক ব্যক্তি। খুনের পর নিজের পিসতুতো ভাই মুকেশ গালওয়ার দেহ খনি অঞ্চলে ( Mining Pit) পুঁতে দিয়েছিল সোহানরাম। সে নিজে একজন খনন কর্মী। আর নিজের খননকারী মেশিনের সাহায্যে মুকেশের দেহ সে রাতের অন্ধকারে পুঁতে এসেছিল। গণেশ পুজোয় মুকেশকে আমন্ত্রণ জানিয়েছিল সোহানরাম। তখনই ওর পরিকল্পনা ছিল। রাতে গণেশ পুজোয় মেলা দেখে ফেরার পথে মুকেশকে নির্জন রাস্তায় মাথায় লোহার রড দিয়ে বারবার পিটিয়ে খুন করে সোহানরাম। এরপর গভীর রাতে খনি অঞ্চলে দেহ পুঁতে রেখে বাড়িতে পালিয়ে আসে। মুকেশ নিখোঁজ হওয়ার পর তার পরিবারের লোকেরা থানায় মিসিং ডায়েরি করে। মুকেশের মিসিং ডায়েরি করতে থানায় গিয়েছিল সোহানরামও।
ঠিক কী ঘটেছিল
মুকেশ যে সোহানরামের সঙ্গে গণেশ পুজোর মেলায় ঘুরতে গিয়েই নিখোঁজ হয় সে ব্য়াপারেও নিশ্চিত হয় পুলিশ। এরপর তদন্তে নেমে সোহানরামের গতিবিধি দেখে সন্দেহ হয়েছিল পুলিশের। এরপর সোহানরাম যে খনিতে কাজ করে সেখানের এক জায়গায় ১০ ফুট গর্ত খুঁড়ে মুকেশের দেহ বিকৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশী জেরার সামনে ভেঙে পড়ে সোহানরাম জানায়, তার স্ত্রী-র সঙ্গে মুকেশ যেভাবে ঘনিষ্ঠ হয়ে কথা বলত, তাতে সে বুঝে গিয়েছিল ওদের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। সেটা সহ্য করতে না পেরেই সে মুকেশকে মেরে ফেলে জানায়।
দেখুন খবরটি
A man in Rajasthan killed his cousin after suspecting him of having an affair with his wife and buried the body in a mine using his own excavator, police said.
Police in Nagaur district’s Bhawanda said the accused, identified as Sohanram, confessed to killing his cousin Mukesh… pic.twitter.com/gBQnnTm2nV
— IndiaToday (@IndiaToday) September 5, 2025
নিজের অপরাধের কথা স্বীকার করেছে সোহানরাম
পুলিশের কাছে ধরা পড়ার ভয়েই সে দেহ খনির মধ্যে লুকিয়ে রেখেছিল বলে স্বীকারও করেছে সোহানরাম। সোহানরামের স্ত্রী মুকেশের সঙ্গে কোনওরকম অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করে। তিনি জানান, সোহানরাম বারবারই বেশ সন্দেহবাতিক। এর আগেও কয়েকজনের সঙ্গে তাকে নিয়ে মিথ্যা সন্দেহ করেছিল।