জয়পুর, ১ জুলাই: 'পিঙ্ক সিটি' জয়পুর ভেঙে বেশ কিছু নতুন জেলায় পরিণত হচ্ছে। রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন ১৯টি জেলা গঠন করার কথা ঘোষণা করেছে অশোক গেহলট সরকার। প্রশাসনিক কাজে গতি আনতে ও সাধারণ মানুষের সরকারী কাজে সুবিধার জন্যই নয়া ১৯টি জেলা গঠন করছে রাজস্থান সরকার।
১৯টির মধ্যে রাজধানীর রাজধানী জয়পুর ভেঙে চারটি জেলার অনুমোদন হল রাজস্থানের ক্যাবিনেটে। বাকি ১৫টি জেলার অনুমোদন ও বিজ্ঞপ্তি আগামী কয়েক দিনের মধ্যেই জারি হতে চলেছে বলে প্রশাসন সূত্রে খবর। আরও পড়ুন-জুনে রেকর্ড জিএসটি সংগ্রহ, গত বছরের একই মাসের তুলনায় বৃদ্ধি ১২ শতাংশ
দেখুন টুইট
#Rajasthan cabinet has finally decided to carve out four districts out of #Jaipur, and said notifications regarding all the new 19 districts will be issued in next few days. State minister Pratap Singh Khachriyawqa said the present Jaipur district will be carved into Jaipur,… pic.twitter.com/G5sV03jn4O
— IANS (@ians_india) July 1, 2023
রাজ্যের মন্ত্রী প্রতাপ সিং জানান, বর্তমানে জয়পুর ভেঙে তৈরি হচ্ছে জয়পুর, জয়পুর গ্রামীণ, দুদু এবং কোটপুতুলি-বেহরুর জেলা। প্রসঙ্গত, সোনার কেল্লার রাজ্য রাজস্থানে মোট ৩১টি জেলা রয়েছে। এবার ১৯টি নতুন যোগ হওয়ার পর রাজস্থান এখন ৫০টি জেলার রাজ্য হচ্ছে। পাশাপাশি তিনটি ডিভিশনও বাড়ছে এখানে। সাত থেকে বেড়ে রাজস্থানে দশটি ডিভিশন হচ্ছে।