ঠাকরে পরিবারের আরও এক সদস্য এবার ভোটের ময়দানে। উদ্ভব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের মত এবার ভোটে লড়বেন রাজ ঠাকরের ছেলে অমিত ঠাকরে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ৪৫টি আসনে প্রার্থী-দের নাম ঘোষণা করল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। MNS-র প্রার্থী তালিকায় জানান হল দলের প্রধান রাজ ঠাকরের ছেলে অমিত লড়বেন মুম্বই দক্ষিণ লোকসভার অন্তর্গত মহিম বিধানসভা আসন থেকে। ২০০৬ সালে এমএনএস তৈরির পর ২০০৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এই আসনে লড়ে জিতেছিলেন রাজ ঠাকরের দলের নেতা নীতীন সারদেশাই। তবে এরপর গত দুটি বিধানসভায় মহিম থেকে জিতছেন শিবসেনার সাদা শিবশঙ্কর।
মহারাষ্ট্রে একজন বিধায়কের দল MNS-র প্রধান রাজ ঠাকরে জানালেন এবার বিধানসভা ভোটে তার দল কারও সঙ্গে জোটে যাবে না। লোকসভা ভোটের সময় বিজেপি-কে সরাসরি সমর্থন করে কোনও প্রার্থী দেয়নি রাজ ঠাকরের দল। শিবসেনা প্রধান বাল ঠাকরের অত্যন্ত প্রিয় ভাইপো রাজ ঠাকরে দলের প্রধান পদ না পাওয়ায়, উদ্ভব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা গঠন করেছিলেন রাজ।
মুম্বইয়ের মহিম কেন্দ্রে প্রার্থী রাজ ঠাকরের ছেলে
MNS released a list of 45 candidates for the Maharashtra assembly elections.
Raj Thackeray's son Amit Thackeray to contest from Mahim in Mumbai. MNS spokesperson and former corporator Sandeep Deshpande will contest from Worli. #MaharashtraElection2024 pic.twitter.com/wkPLZYmAXk
— ANI (@ANI) October 22, 2024
রাজ ঠাকরের দলের একমাত্র বিধায়ক প্রমোদ রতন পাটিল (রাজু) লড়বেন কল্যাণ গ্রামীণ আসন থেকে। দলের মুখপাত্র সন্দীপ দেশপান্ডে দাঁড়ালেন ওর্লি আসন থেকে।