দেশের আরও চারটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। না, এবারও আমেথি, রায়বেরালি নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারল না কংগ্রেস। অথচ সেখানে ভোটের আর মাত্র দিন কুড়ি বাকি। গুরগাঁও, উত্তর মুম্বই, হিমারপুর ও কাঙরা লোকসভা আসনে কারা হাত চিহ্নে লড়বেন তা জানিয়ে দিল হাইকমান্ড। উত্তর প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বলিউড অভিনেতা রাজ বব্বর (Raj Babbar)-কে এবার হরিয়ানার গুরগাঁও (Gurgaon) (গুরুগ্রাম) থেকে প্রার্থী করল কংগ্রেস। গত লোকসভায় রাজ বব্বর উত্তর প্রদেশের ফতেপুর সিক্রি কেন্দ্র থেকে দাঁড়িয়ে প্রায় ৫ লক্ষ ভোটে হেরেছিলেন বিজেপি-র রাজকুমার চাহারের বিরুদ্ধে। ২০১৪ লোকসভা নির্বাচনে গাজিয়াবাদ কেন্দ্রে জেনারেল ভি.কে সিংয়ের বিরুদ্ধে রাজ বব্বর হেরে গিয়েছিলেন।
এবার রাজ বব্বর দাঁড়ালেন গুরগাঁওয়ের তিনবারের সাংসদ রাও ইন্দ্রজিত সিং-য়ের বিরুদ্ধে। গত দুটি লোকসভা নির্বাচনে রাও ইন্দ্রজিত সিং জেতেন বিজেপি-র টিকিটে। ২০০৯ লোকসভায় ইন্দ্রজিত জিতেছিলেন কংগ্রেসের হয়ে লড়ে। গত লোকসভা নির্বাচনে বিজেপি গুরগাঁও কেন্দ্রে ৪ লক্ষাধিক ভোটে জিতেছিল।
দেখুন খবরটি
Congress releases another list of candidates for the upcoming #LokSabhaElections2024
Raj Babbar to contest from Gurgaon (Haryana)
Anand Sharma from Kangra (Himachal Pradesh) pic.twitter.com/yLHH2kWgk5
— ANI (@ANI) April 30, 2024
উত্তর মুম্বই লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করালো স্থানীয় দাপুটে নেতা ভূষণ পাতিলকে। হিমাচলপ্রদেশের হামিরপুর লোকসভা আসনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে উনার বিধায়ক সাতপাল রাইজাদা-কে প্রার্থী করল কংগ্রেস। গত চারটি লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে জিতে আসছেন অনুরাগ।
হিমাচল প্রদেশের বিজেপি গড় হিসেবে পরিচিত কাঙরায় কংগ্রেস দাঁড় করালো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা-কে। এবার কাঙরায় বিজেপি গতবারের জয়ী কিশান কাপুরকে বাদ দিয়ে টিকিট দিয়েছে রাজীব ভরদ্বাজ-কে। গতবার এখানে ৭২ শতাংশের বেশী ভোট পেয়ে জিতেছিল বিজেপি। তবে আনন্দ শর্মা এখানে বড় নাম। আগের চেয়ে এই লোকসভা কংগ্রেস অনেকটা শক্তিশালীও হয়েছে।